× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

কিশোর গ্যাংকে নজরদারিতে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
১৯ অক্টোবর ২০২০, সোমবার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধীদের চিহ্নিত করে তাদের অবস্থান, গতিবিধি, ইভটিজিং ও মাদক সেবনের স্থানসমূহ নজরদারিতে আনতে হবে। ঢাকা শহরের রাস্তায় কোনো ধরনের ব্যাটারিচালিত রিকশা চলবে না। গতকাল সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ অনুষ্ঠিত ডিএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গত শনিবার দৈনিক মানবজমিন পত্রিকায় রাজধানীর ১০ থানায় সাড়ে ৫০০  কিশোর গ্যাং দাঁপিয়ে বেড়াচ্ছে বলে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ কিশোর গ্যাংকে আইনের আওতায় আনার কথা বলেন।
ডিএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শফিকুল ইসলাম বলেন, ফ্লাইওভারগুলোতে ওঠা ও নামার জায়গায় উচ্চক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা বসাতে হবে। গাড়ি ও মোটরসাইকেল চুরি প্রতিরোধে প্রযুক্তির সাহায্য নেয়া যেতে পারে। ক্রাইম ডাটা হালনাগাদ করে চোর ও ছিনতাইকারীদের তালিকা প্রস্তুত করে তাদের আইনের আওতায় আনতে হবে।
মাদকসেবীদের চিহ্নিত করে তাদের মাদক সেবন থেকে ফিরিয়ে আনতে পারলে মাদকসেবী কমার সঙ্গে সঙ্গে মাদকও কমে যাবে।
সভায় এসময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, যুগ্ম পুলিশ কমিশনারবৃন্দ, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ ঢাকার ৫০ থানার ওসিরা উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর