চুনোপুটি ধরা পড়ে,রাঘববোয়ালদের খবর নাই।
শুধু স্বাস্থ্য অধিদপ্তরে হবে কেন, মনে হয় প্রতিটি দপ্তরেই লুকিয়ে আছে হাজার হাজার টাকার রাঘব বোয়ালরা । দুদক যেখানেই হাত দিয়েছে, সেখানেই তো রাঘব োয়ালরা ধরা পড়েছে। এমন কি দুদকের ঘরেই তো আছে রাঘব বোয়ালরা ?
স্যার বললে তো অনেক উপরে যেতে হবে, যেখানে হাত বাড়ানোর ক্ষমতা দুদকের নেই। তাই বাঘ শিকার না হোক, ২/২ টি চড়ুই পাখী শিকার করে হলেও তো শিকারী নামটা ধরে রাখা যায়।
স্বাস্থ্য খাতের যে সকল বড় বড় দুর্নীতিবাজ রাঘব বোয়ালদের ছত্রছায়ায় ও সহযোগিতায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা দুর্নীতি করে কোটিপতি হয়েছে সে সকল বড় বড় দুর্নীতিবাজ রাঘব বোয়ালদের তালিকা তৈরি করে প্রকাশ করা হোক এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
Why only sirs? Investigate all ministers all police officers and all political pandas. We are running our country through gundatantra and these are consequence. Joy hok gundatantrer. Innocent public can die, never ask any question on that.
পত্রিকা মারফত জানা গেল যে প্রকল্পর দাপ্তরিক অবয়ব এতো দীর্ঘ ও বিস্তৃত ভাবে তৈরী করে উপর মহলের অনুমোদনের জন্য উপস্হাপিত হয়। তা অক্ষরে অক্ষরে পঠন ও অনুমোদন সময় ও ধৈর্য সাপেক্ষ ব্যপার। তা ছাড়া অর্থ বৎসরের শেষ কয়টা দিনে অর্থ ছাড়ের মছ্ছবে প্রকল্পের অতিমূল্যায়িত বিষয়গুলি কৌশলে উপস্হাপিত হয় পারস্পারিক বোঝাপাড়ায়। এখানেই অধিকাংশ অপকর্মগুলি হয়। তাই শেষ মূহুর্তে তড়িঘড়ি অর্থ ছাড়ের বিষয়টি নিবীড় পর্যবেক্ষনে রাখলে প্রকল্পের অর্থ তসরুফ কিছুটা হলেও ঠেকানো যাবে।
কেমনে আসবে! সেখানে যে স্যারের স্যারেরা‌ ---------- ‌
স্বাস্থ্যের ৭৫ কোটিপতি: স্যারেরা কি আইনের আওতায় আসবেন? mone hoy na.
Banglar Manush
১৯ অক্টোবর ২০২০, সোমবার, ১০:২৮J-o-y B-a-n-g-l-a!!!