× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ভোটার নেই, গল্পগুজবেই সময় পার

বাংলারজমিন

তালতলী (বরগুনা) প্রতিনিধি
২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার

বরগুনার তালতলীতে কড়ইবাড়িয়া ইউপি উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল ৯টা থেকে। কিন্তু ভোটারের উপস্থিতি নেই বললেই চলে। বেলা ১১ টার  সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি খুব কম। কোনো কোনো কেন্দ্রে ভোটারদের চেয়ে দলীয় কর্মীদের উপস্থিতিই বেশি। ভোটার না থাকায় গল্পগুজবে সময় পার করছেন ভোটগ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তারা। তবে তারা আশা করছেন, বিকেল নাগাদ ভোটার বাড়তে পারে।
এ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত (নৌকা) নুর মোহাম্মদ মাস্টার, স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) মাওলানা মানসুরুল আলম মানসুর, আওয়ামী লীগ বিদ্রহী প্রার্থী (আনারস) ইব্রাহিম সিকদার পনু।
তবে দলীয় সিদ্ধন্তে নিজের নির্বাচন থেকে সড়ে এসে বিদ্রহী প্রাথী নৌকার পক্ষে হয়ে ভোট প্রার্থনা করেন।  
উল্লেখ্য, এ ইউনিয়নে ২০১৭ সালের ১৬ এপ্রিলের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়া চেয়ারম্যান আলতাফ হোসেন আকন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ জুলাই বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর