× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

শ্রীমঙ্গলের দুই ইউপি উপ-নির্বাচন /একটিতে আওয়ামী লীগ, অপরটিতে বিএনপি জয়ী

বাংলারজমিন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার

শ্রীমঙ্গল উপজেলায় ২নং ভূনবীর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান মো.আব্দুর রশীদ ৬ হাজার ৪৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন- মো. কাওসার আহমেদ (সিএনজি)। তাঁর প্রাপ্ত ভোট ৩ হাজার ৭৪, আবুল বাশার (চশমা) প্রাপ্ত ভোট ২৭৮৩, মো. জলিল মাহমুদ (আনারস) প্রাপ্ত ভোট ১হাজার ৫৪৭, মোল্লা কবির আহমেদ (মোটর সাইকেল) প্রাপ্ত ভোট ৭৭৮। অন্যদিকে একই উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ বিএনপি মনোনীত প্রার্থী মো. ছুফি মিয়া ৬ হাজার ৯৬১ ভোট  পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীক নিয়ে অপূর্ব চন্দ্র দেব। তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৪৫৩ ভোট।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর