× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আগে ডাক পাওয়া ৩৬ ফুটবলারকেই ডেকেছে বাফুফে

খেলা

স্পোর্টস রিপোর্টার
২১ অক্টোবর ২০২০, বুধবার

অক্টোবরের বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচের জন্য ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কোভিড-১৯ টেস্টের মাধ্যমে গাজীপুরের সারাহ রিসোর্টে অনুশীলনও শুরু করেছিলেন তপু-ইয়াসিনরা। বাছাই পর্ব বাতিল হওয়ায় ক্যাম্প স্থগিত করে বাফুফে। নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচকে সামনে রেখে ওই ৩৬ ফুটবলারকেই ক্যাম্পে ডেকেছেন কোচ জেমি ডে। ডাক পাওয়া ফুটবলারদের আগামী শনিবার বাফুফে ভবনে রিপোর্ট করতে বলা হয়েছে। আগামী ১৩ ও ১৭ই নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এদিকে, কবে আসছে নেপাল তা এখনো জানাতে পারেনি বাফুফে।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘নেপালের সঙ্গে আন্তর্জাতিক বিমান যোগাযোগ বন্ধ থাকায় চার্টার্ড বিমানে করে ঢাকায় আসতে হবে। আমরা যতটুকু জানতে পেরেছি তারা চার্টার্ড ভাড়া করেছে। দু-একদিনের মধ্যে তাদের আসার দিনক্ষণ জানতে পারবো আমরা।’
৩৬ সদস্যের প্রাথমিক দলে নতুন মুখ ফিনল্যান্ডে জন্ম নেয়া ডিফেন্ডার তারিক কাজী। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার। ফিনল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলা তারিক গত লীগের দলবদলে যোগ দেন বসুন্ধরায়। তারিক ছাড়াও নতুনদের ভেতর ডাক পেয়েছেন, বাংলাদেশ পুলিশ এফসির নাজমুল রাসেল ও এমএস বাবলু। শেখ রাসেল ও উত্তরা বারিধারার ফরোয়ার্ড মোহাম্মদ আব্দুল্লাহ ও  সুমন রেজাও নতুন মুখ। চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন আতিকুর রহমান ফাহাদ ও মাসুক মিয়া জনিও।

৩৬ জনের প্রাথমিক স্কোয়াড

তপু বর্মন, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, আনিসুর রহমান, সুশান্ত ত্রিপুরা, আতিকুর রহমান ফাহাদ, তারিক রায়হান কাজী, রবিউল হাসান, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, তৌহিদুল আলম সবুজ, মাসুক মিয়া জনি, শহিদুল আলম সোহেল, মতিন মিয়া, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, মামুনুল ইসলাম, সোহেল রানা, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, পাপ্পু হোসেন, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, আরিফুর রহমান, রিয়াদুল হাসান, জামাল হোসেন ভূঁইয়া, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আশরাফুল ইসলাম রানা, মানিক হোসেন মোল্লা, এস এম মুঞ্জুরুর রহমান মানিক, মোহাম্মদ আব্দুল্লাহ, এমএস বাবলু, সুমন রেজা ও নাজমুল ইসলাম রাসেল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর