× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

গুজবে ক্ষুদ্ধ সঞ্জয়ের পরিবার

বিনোদন

বিনোদন ডেস্ক
২১ অক্টোবর ২০২০, বুধবার

ক্যানসার আক্রান্ত সঞ্জয় দত্তের হাতে আর মাত্র ৬ মাস সময় আছে। এমন গুজবে ক্ষুদ্ধ সঞ্জয়ের পরিবার। কিছুদিন আগেই বন্ধুর সেলুনে গিয়েছিলেন চুল কাটতে। সেখান থেকে ভিডিও বার্তায় জানিয়েছিলেন নভেম্বরে ‘কেজিএফ চ্যাপ্টার ২’র ফ্লোরে ফিরবেন। সেই জন্যই এই প্রস্তুতি। জীবনের প্রতিটা পদে লড়াই করে বাঁচতে শিখেছেন সঞ্জয়। জোর গলায় বলেছিলেন, এবারও লড়াই করে ফিরবেন। এরই মধ্যে খবর ছড়ায়, মাত্র ছ’মাস নাকি হাতে রয়েছে ক্যানসার আক্রান্ত বলিউড অভিনেতার।
সংবাদ সংস্থা পিটিআইয়ের দাবি, সঞ্জয় দত্তের পরিবারের এক সদস্য জানিয়েছেন, এমন খবরের কোনও সত্যতা নেই। চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছে সঞ্জয় দত্তের শরীর। ডাক্তারদের নির্দেশ মেনে চলছেন বলিউডের ‘মুন্নাভাই’। তার ফলও মিলছে। বেশ কিছু পরীক্ষা করা হয়েছিল তার। সোমবার তার রিপোর্ট এসেছে। সমস্ত রিপোর্ট ভাল। নিজের সুস্থতা বুঝেই ফ্লোরে ফেরার পরিকল্পনা করেছেন সঞ্জয়। সব ঠিক থাকলে মারণরোগকে হারিয়ে সুস্থ জীবনে ফিরবেন সঞ্জয় দত্ত। উল্লেখ্য, ১১ আগস্ট টুইটারে জানিয়েছিলেন চিকিৎসার জন্য সিনেমা এবং অন্যান্য কাজ থেকে কিছু সময়ের জন্য বিরতি নিচ্ছেন। কিসের চিকিৎসার জন্য সেই বিরতি নিয়েছিলেন জানা গিয়েছিল ২৪ ঘণ্টার মধ্যেই। ফুসফুসে ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত। দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই খবর। প্রথমে তার আমেরিকা ও তারপর সিঙ্গাপুরে চিকিৎসা করানোর কথা শোনা গিয়েছিল। সমস্ত জল্পনা নস্যাৎ করে মুম্বইয়ে শুরু হয় সঞ্জয়ের চিকিৎসা। শোনা গিয়েছে ইতিমধ্যেই দু’টি কেমোথেরাপি হয়ে গিয়েছে অভিনেতার। ইতিমধ্যেই ‘শামশেরা’র ডাবিং নাকি শুরু করে দিয়েছেন সঞ্জয় দত্ত। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। তাকেও মঙ্গলবার ডাবিং স্টুডিওর বাইরে  দেখা গিয়েছিল।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর