× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন সেনাদের সজাগ থাকতে হবে’

বাংলারজমিন

খাগড়াছড়ি প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২০, শুক্রবার

 প্রাপ্ত প্রশিক্ষণ ও শপথের মধ্য দিয়ে অর্পিত দায়িত্ব নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে নবীন সেনাদের সজাগ থেকে দেশ ও জাতির প্রয়োজনে কঠিন প্রশিক্ষণকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান। গতকাল সকালে খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর এ্যাডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টার মাঠে ব্যাচ ২০-২ এর শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
এ সময় তিনি নবীন সৈনিকদের উদ্দেশ্যে আরো বলেন, ‘কঠিন প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সেনাবাহিনীতে নিজেদের আলোকিত হবার সুযোগ রয়েছে। আদর্শ ও নির্ভীক সৈনিক হিসাবে নিজেকে নিয়োজিত রাখতে হবে। আত্মবিশ্বাস নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষ সেনাসদস্য হিসাবে নিজেদের গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
রিক্রুট ২০-২ ব্যাচে ইস্ট বেঙ্গল ও ইনফেন্ট্রি রেজিমেন্টের ৯৫৯ জন নবীন সৈনিক স্ব-স্ব ধর্মগ্রন্থে হাত রেখে দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন। নবীন সেনা সদস্য শপথ গ্রহণ শেষে প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি ও নবীন সেনা সদস্যের আত্মীয়-স্বজনরা কুচকাওয়াজ উপভোগ করেন।
এর আগে ট্রেনিং সেন্টারের প্যারেড ফিল্ডে নবীন সৈনিকদের শপথ বাক্য পাঠ করান ট্রেনিং সেন্টারের প্রধান তত্ত্বাবধায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরী। পরে প্রধান অতিথি নবীন সৈনিকদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং ট্রেনিং চলাকালীন প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কোম্পানি ও সৈনিকদের পুরস্কৃত করেন।
এ সময়, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান, চট্টগ্রাম ডিভিশনের স্টাফ অফিসার কর্নেল মো. মাহবুবুর রহমান, দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুর রহমান, প্যারেড কমান্ডার মেজর মাহমুদুল হাসান সহ অন্যান্য সেনা অফিসারগণ উপস্থিত ছিলেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর