× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বিকৃত ভাস্কর্য পরিবর্তনের দাবি

বাংলারজমিন

গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২০, শুক্রবার

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর নামাঙ্কিত বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে একাডেমিক ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর বিকৃত চেহারার ভাস্কর্য পরিবর্তনের দাবিতে ফুঁসে উঠেছে গোপালগঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টকৃত বঙ্গবন্ধুর বিকৃত চেহারার ভাস্কর্য নিয়ে চলছে লেখালেখি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিকৃত চেহারার ভাস্কর্য পরিবর্তনের দাবি জানিয়ে সাংবাদিক আসাদুজ্জমান বাবুল তার ব্যক্তিগত ফেসবুকে পোস্ট দেন। ভাস্কর্যটিতে জাতির পিতার দেহ এবং চেহারার কোনো মিল নেই। গোপালগঞ্জে বঙ্গবন্ধুর নামাঙ্কিত বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে একাডেমিক ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর বিকৃত চেহারার ভাস্কর্যটি পরিবর্তনের দাবি আমাদের দীর্ঘদিনের। গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের চেয়ার মো. শফিকুর রহমান চৌধুরী তার ফেসবুক আইডিতে লিখেছেন, সবিনয় নিবেদন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেমন ছিলেন তা আপনাকে বলা মায়ের কাছে মামাবাড়ির গল্প শোনানোর মতো। আর আমি জাতির পিতাকে দেখিওনি। বয়সও হয়নি তখনো।
কিন্তু বঙ্গবন্ধুর বিভিন্ন ভিডিও, স্থিরচিত্র, তার জীবনীগ্রন্থ ইত্যাদি পড়ে আমার মনে হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন সিংহপুরুষ, বিশাল হৃদয়ের অধিকারী, ভরাটগলা, ঋজু ভঙ্গিমার একজন বিশাল মানুষ। কিন্তু গোপালগঞ্জ সদরে তার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় কলেজের ভাস্কর্যটি কোনোভাবেই তার প্রকৃত চরিত্রের সঙ্গে যায় না। তাই আপনার কাছে সবিনয় অনুরোধ জাতির পিতার জন্মশতবার্ষিকীতে অন্তত তার ভাস্কর্যটি পরিবর্তন করে সঠিক ভাস্কর্য আপনি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসে প্রতিস্থাপন করতে নির্দেশ দেবেন। গোপালগঞ্জবাসীর দাবির সঙ্গে একমত পোষণ করে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, গোপালগঞ্জে বঙ্গবন্ধুর নামাঙ্কিত বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে একাডেমিক ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর বিকৃত চেহারার ভাস্কর্যটি আমার নজরে এসেছে। অফিসিয়ালভাবে ও আপনাদের মাধ্যমে সংশ্লিষ্টদের বলবো অচিরেই বিকৃত চেহারার ভাস্কর্যটি পরিবর্তন করে ওই জায়গায় জাতির পিতার প্রকৃত চেহারার ভাস্কর্য প্রতিস্থাপন করবেন।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর