× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

রাজনগরে উপজেলা ভবনের ভিত্তিপ্রস্তর ও তিনটি বিদ্যালয় উদ্বোধন

বাংলারজমিন

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২০, শুক্রবার

মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদের সমপ্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মিত তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করা হয়েছে। সম্প্রসারিত ভবন নির্মাণ কাজ ও বিদ্যালয় ভবনের  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর মৌলভীবাজার আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এসময় নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমানও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সমপ্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম ৭ কোটি ৬২ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, জেলার নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, রাজনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আবুল হাসানাত মহীউদ্দীন, রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম, উপজেলা আওামীলীগের সভাপতি আলহাজ্ব মিছবাহুদ্দোজা, সাধারণ সম্পাদক মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত প্রমুখ। পরে উপজেলার ৯৪ লাখ ২৮ হাজার ৪০৯ টাকা ব্যয়ে বিচইনকীর্তি, ৯১ লাখ ৯৩ হাজার ১০৬ টাকা ব্যয়ে দেবীপুর ও ৮৪ লাখ ৫৫ হাজার ৭১৭ টাকা ব্যয়ে নির্মিত জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেন নেছার আহমদ এমপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্থবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান মিম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিঃ মাধ্যমে প্রাক্কলিত মূল্য ৭ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ও চুক্তি মূল্য ৭ কোটি ২৩ লাখ ৪৫ হাজার ২৯৫ টাকা ব্যয়ে সমপ্রসারিত  প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজ সম্পন্ন হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর