বিনোদন
কিয়ারার আজব ইচ্ছে
বিনোদন ডেস্ক
২০২০-১০-২৪
হৃতিক রোশন এবং আদিত্য রায় কাপুর যেন কোনদিনও স্নান না করেন! অবাক হচ্ছেন? অভিনেত্রী কিয়ারা আদভানি এমনই চান। কিন্তু কেন। সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শোয়ে অভিনেত্রী এই মন্তব্য করেন। কিয়ারার সঙ্গে বেশ কিছু মজার আলোচনা করেন নেহা। অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় এমন একজন অভিনেতার নাম বলতে যিনি বাড়িতে থাকলে স্নান করেন না। কিয়ারা প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিয়ে বলেন, আমি দুজন অভিনেতার নাম বলবো। আমি চাই না তারা স্নান করুন। তাদের ওই অগোছালো লুকেই বেশি ভালো লাগে। এরপরই হৃত্বিক রোশন এবং আদিত্য রায় কাপুর এর নাম নেন কিয়ারা আদভানি। কিয়ারা বলেন, আমি চাই না এরা স্নান করুক। চাই এরা সবসময়ের মতোই অগোছালো এবং কুল ভাবে থাকুক। এরা হলেন হৃত্বিক রোশন ও আদিত্য রায় কাপুর। কিয়ারার এই উত্তরের সঙ্গে সহমত হন নেহা ধূপিয়া।