বাংলারজমিন

কেন্দুয়া আওয়ামী লীগের কমিটি অনুমোদন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

২০২০-১০-২৭

প্রায় ১৭ বছর পর অনুমোদন পেলো কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। নবগঠিত এই কমিটি রোববার অনুমোদন করেন জেলা আওয়ামী লীগ। গত বছর ৩০শে নভেম্বর অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটে সভাপতি পদে এডভোকেট আব্দুল কাদির ভূইঁয়া ও সাধারণ সম্পাদক পদে আসাদুল হক ভূইঁয়া নির্বাচিত হন। নির্বাচিত সভাপতি ও সম্পাদক ৭১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য জেলা আওয়ামী লীগের কাছে প্রেরণ করেন। কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ (গোলাপ), হেলাল উদ্দিন আহমেদ, আবু তাহের, আলী আহমদ খান বাহার, ফেরদৌস আহমেদ, মো. শাহজাহান ভূইঁয়া, ইসলাম উদ্দিন, শাহজাহান মিয়া, আবু বকর ভূইঁয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইঁয়া, তাজুল ইসলাম, শহীদুল হক ফকির বাচ্চু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সুলতান উদ্দিন ভূইয়া, কৃষি ও সমবায় সম্পাদক কামরুজ্জামান খান সোহাগ, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক পাবেল খান রুবেল, দপ্তর সম্পাদক আসাদুল করীম মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ ভূইয়া, প্রচার সম্পাদক দীপক ব্যানার্জী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা নাসিম পপি, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম ফারুকী, যুব ও ক্রীড়া সম্পাদক জুনায়েদ আহম্মদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, শ্রম সম্পাদক সাইফুল ইসলাম আঙ্গুর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সুলতান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর ভূইঁয়া, মোস্তাফিজউর রহমান বিপুল, আনোয়ারুল হক কনক, সহ দপ্তর সম্পাদক আনোয়ার পারভেজ খান, সহ প্রচার সম্পাদক আব্দুল লতিব, কোষাধ্যক্ষ রিয়াজ উদ্দিনসহ ৭১ সদস্য। রোববার রাতে নেত্রকোণা-৩ (কেন্দুয়া আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল কাছে অনুমোদিত কমিটি হস্তান্তর করেন জেলা যুবলীগ নেতা একেএম আজহারুল ইসলাম অরুন। এসময় বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিলসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status