× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সাবেক ফিফা রেফারি আবদুল আজীজ আর নেই

খেলা

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২০, মঙ্গলবার

সবচেয়ে কম বয়সে ফিফা ব্যাজ পাওয়া বাংলাদেশি রেফারি আবদুল আজীজ আর নেই। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ (মঙ্গলবার) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি... ওয়া)। তার বয়স হয়েছিল ৬৮ বছর।  মৃত্যুকালে আবদুল আজীজ স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন।

জানা গেছে, গত ১২ই অক্টোবর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউ-তে ভর্তি হন আবদুল আজীজ। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু ১৭ই অক্টোবর কিডনিজনিত সমস্যার কারণে ফের হাসপাতালে ভর্তি করা হয় আবদুল আজীজকে। চারদিন পর করোনা টেস্টে ফল আসে পজেটিভ। ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হলে নেয়া হয় লাইফ সাপোর্টে।

আজ দুপুরে আবারো হার্ট অ্যাটাক হলে মারা যান তিনি।

১৯৭৪ সালে সহকারী রেফারি হিসেবে প্রথম ফুটবল ম্যাচ চালিয়েছিলেন আবদুল আজীজ। ১৯৭৫ সালে ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা ওয়ান্ডারার্স ম্যাচে প্রথমবার প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। ২৮ বছর বয়সে তিনি ফিফা ব্যাজ পান। ১৯৮১ থেকে ১৯৯১ পর্যন্ত তিনি ফিফা রেফারি হিসেবে ২৮টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন। এর মধ্যে ছিল বিশ্বকাপ বাছাইপর্ব, অলিম্পিক ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসেও রেফারিং করেছেন। ঘরোয়া ফুটবলে তিনি পাঁচ শর বেশি ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯০ সালে তিনি অগ্রণী ব্যাংকে যোগ দেন। অবসরে যান ২০১১ সালে।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর