× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

পুলিশ পরিচয়ে অভিযানে গিয়ে ধাওয়া খেলেন আওয়ামী লীগ নেতা

বাংলারজমিন

দোহার (ঢাকা) প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২০, বুধবার

দোহার উপজেলার পদ্মা নদীতে পুলিশ পরিচয়ে ইলিশ মাছ ধরার অভিযানে গিয়ে স্থানীয় জনতার ধাওয়া খেলেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। তিনি উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বলে জানা যায়। এ ঘটনায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেয়া হলে মঙ্গলবার উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় সেটি উপস্থাপন করা হয়।
জানা যায়, গত সোমবার রাত দেড়টার দিকে আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ তার এক সঙ্গীকে নিয়ে নয়াবাড়ি বাহ্রা ঘাটে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে জোরপূর্বক একটি ট্রলার নিয়ে পদ্মায় অভিযানে যায়। এসময় ট্রলারের মালিক শেখ রহম ও চালক মিলনকে জোরপূর্বক নিয়ে যান তিনি। অভিযানে গিয়ে দুইটি নৌকায় তল্লাশিও চালান আবুল কালাম আজাদ। পদ্মায় একটি চরে ট্রলার মালিক শেখ রহম প্রকৃতির ডাকে নামলে স্থানীয়রা ট্রলারটিকে ধাওয়া করে। এসময় শেখ রহমকে রেখেই পালিয়ে আসে আবুল কালাম আজাদ ও তার সঙ্গী। এ ঘটনায় ২০শে অক্টোবর দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদের বরাবর লিখিত অভিযোগ করেন ট্রলার মালিক শেখ রহম ও চালক মিলন।
মঙ্গলবার আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উপস্থাপন করা হয়। এর আগে ঘটনার পর থেকেই নয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘটনাটি নিয়ে নানা সমালোচনার জন্ম হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড যারা ঘটনায় তাদের আইনের আওতায় এনে বিচার করার দাবি এলাকাবাসীর। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ মানবজমিনকে বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার মানবজমিনকে বলেন, আওয়ামী লীগ অন্যায়কে প্রশ্রয় দেয় না। আওয়ামী লীগে কোনো দুষ্টু লোকের স্থান নেই। যারা এধরনের কর্মকাণ্ড করে তাদের স্থান আওয়ামী লীগে নেই। এ ব্যাপারে অভিযুক্ত আবুল কালাম আজাদ বলেন, আমি রাত দেড়টায় সময় পদ্মা নদীতে হাওয়া খেতে গিয়েছিলাম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর