× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ছুটি ফেলে মাঠে তামিম

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৮ অক্টোবর ২০২০, বুধবার

অনুশীলনে তামিম ইকবালের মনোযোগ বা উপস্থিতি নিয়ে আছে নানা প্রশ্ন। বিভিন্ন ক্যাম্প চলার সময় বা ফিটনেস ট্রেনিংয়ের আগে ছোটখাটো ইনজুরি থাকে তামিমের। ছুটি পেলে তো কথাই নেই, তাকে মাঠে দেখা মুশকিল। বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষে ১৫ দিনের বিশ্রাম দেয়া হয়েছিল ক্রিকেটারদের। ধারণা করা হচ্ছিল সহসাই ওয়ানডে অধিনায়ক তামিমকে দেখা যাবে না মাঠে। কিন্তু গতকাল হঠাৎ মাঠে হাজির তিনি। টানা ৪৫ মিনিট মিরপুর শেরেবাংলার একাডেমির মাঠে ব্যাটিং করেছেন তামিম। সেই সময় তার বোলার হিসেবে ছিলেন জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলাম।
এছাড়াও উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন তামিমকে বল করেছেন। থ্রোয়ারও ছিলেন একজন। বলা যায় পরিপূর্ণ ব্যাটিং অনুশীলন।
অনুষ্ঠানিকভাবে ওয়ানডে অধিনয়কের দায়িত্ব পাওয়ার পর কোনো আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেয়ার সুযোগ আসেনি তামিমের। করোনা মহামারির কারণে প্রায় ৫ মাস ঘরবন্দি থাকার পর টাইগাররা বিসিবি প্রেসিডেন্টস কাপ খেলতে নামে। দেশের ৫৬ জন সেরা ক্রিকেটারকে নিয়ে তিনটি দল গড়ে  বিসিবি। যার একটির নেতৃত্বে ছিলেন তামিম। ৫০ ওভারের এই টুর্নামেন্টে দেশসেরা ওপেনার ছিলেন একেবারে সাদামাটা। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ৫৭ রানের। ৪ ম্যাচে তার সংগ্রহ করেন মাত্র ১০১ রান। প্রেসিডেন্টস কাপের রাউন্ড পর্বে ৪ ম্যাচের তিনটিতেই হেরে বিদায় নেয় ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের দল। সে কারণেই হয়তো নিজেকে ফিরে পেতে ছুটি ভুলে মাঠে নেমেছেন তামিম। গতকাল তিনি মাঠে আসেন ১১টায়। ৪৫ মিনিট অনুশীলন করেন নেটে। তবে এ দিন তাকে তাইজুলের সঙ্গে নেটে বাজি ধরে বল হাঁকাতে দেখা যায়নি। চেষ্টা করেছেন একটু মন দিয়ে দেখে শুনে ব্যাট করার। নিজের ব্যর্থতার কারণগুলোও খুঁজেছেন হয়তো!

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর