× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মেসির বিপক্ষে আজ খেলতে পারছেন না রোনালদো

খেলা

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২০, বুধবার

শেষ পর্যন্ত ছিটকেই গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কোভিড-১৯ টেস্টে ব্যর্থ হওয়ায় উয়েফা চ্যাম্পিয়নস লীগে আজ বার্সেলোনার বিপক্ষে মাঠে নামতে পারছেন না পর্তুগিজ সুপারস্টার। লিওনেল মেসির সঙ্গে তার দ্বৈরথ দেখার অপেক্ষা তাই বাড়লো ভক্তদের। সব ঠিক থাকলে আগামী ৮ই ডিসেম্বর ন্যু ক্যাম্পে ফিরতি লেগে দেখা যাবে দুই মহাতারকার লড়াই।  
ইতালির তুরিনে বাংলাদেশ সময় আজ রাত ২টায় ‘জি’ গ্রুপের ম্যাচে বার্সেলোনাকে আতিথ্য দেবে জুভেন্টাস। উয়েফার নিয়মানুযায়ী ম্যাচের ২৪ ঘণ্টা আগে কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ এলেই কেবল এই ম্যাচে খেলতে পারতেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু করোনা ছাড়েনি পাঁচবারের ব্যালন ডি অর জয়ী তারকাকে। সংবাদমাধ্যম স্কাই ইতালিয়া নিশ্চিত করেছে, গতকাল রোনালদোর করোনা টেস্টের ফল এসেছে পজেটিভ ।
ফলে মেসির বিপক্ষে নামা হচ্ছে না তার।
গত ১৩ই অক্টোবর আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন রোনালদো। এরপর থেকে সেল্ফ আইসোলেশনে আছেন তিনি। মেসির বিপক্ষে সবশেষ চ্যাম্পিয়নস লীগে রোনালদো মুখোমুখি হয়েছিলেন ২০১১’র সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের জার্সিতে। সেবার দুই লেগের লড়াইয়ে মেসির কাছে ৩-১ গোলে হার মানেন তিনি। প্রথম লেগে জোড়া গোল করেছিলেন মেসি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর