× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

‘বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হবে ২৯শে নভেম্বর’

বাংলারজমিন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতনিধি
২৮ অক্টোবর ২০২০, বুধবার

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২৯শে নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এতে ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার কোটি টাকা। যার নির্মাণ কাজ শেষ হবে ২০২৫ সালের মধ্যে। ইতিমধ্যেই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৪৩১ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বন্ধু প্রতিম দেশ জাপানের জাইকার সহযোগীতায় এ রেল সেতু নির্মাণ হবে। বর্তমানে সেতু দিয়ে ২০ কিলোমিটার বেগে রেল চলাচল করলেও  ডুয়েল গেজের নতুন সেতু নির্মাণ শেষে ১০০ কিলোমিটার গতিতে রেল চলাচল করতে পারবে। এছাড়াও জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল রেল লাইনের প্রকল্প হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।  এসময় রেল সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর