× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

খাগড়াছড়িতে ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি-ওষুধ জব্দ, আটক ২

বাংলারজমিন

খাগড়াছড়ি প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২০, বুধবার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে নিয়ে আসা ১২৪ পিস ভারতীয় শাড়ি ও ২৮ লাখ ৪০ হাজার পিস ভারতীয় ঔষধ আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। যার বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখেরও বেশি। একই সময় এসব বহনকারী একটি জীপ (চান্দের গাড়ি) (চট্টগ্রাম-গ-২৫৩২) ও দুইজনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া কবরস্থানের পাশ থেকে তাদেরকে আটক করা হয়। বুধবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে আটকের বিষয়টি গনমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী। পুলিশ সুত্রে জানা যায়, একটি জীপে করে ভারতীয় শাড়ি ও বিভিন্ন জাতের ঔষধ ওয়াছু রাবার বাগান এলাকা দিয়ে মাটিরাঙ্গায় প্রবেশ করছে এমন বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মাটিরাঙ্গার চেয়ারম্যানপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.সাইফুল ইসলাম বাদি হয়ে গাড়ির চালক মো. শাহ আলম (৩৭)সহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি ও হেলফার মো. এছহাক মিয়া (১৬) কে অভিযুক্ত করে বিশেষ ক্ষমতা আইনে মাটিরাঙ্গা থানায় একটি মামালা দায়ের করা হয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর