বাংলারজমিন
বরুড়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
২০২০-১০-২৯
বরুড়ায় বহুল আলোচিত সেনা সদস্য মো. ইব্রাহীমের বাবা আবুল হাসেম হত্যার প্রধান আসামী আবদুল্ল্যাহ কে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার ২৮শে অক্টোবর বিকেল বেলা গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা মহানগরের আদালত পাড়া থেকে গ্রেপ্তার করে, রাত সাতটা ত্রিশ মিনিটে বরুড়া থানায় তাকে থানায় আনা হয়। একাধিক মামলার আসামী আবদুল্ল্যাহ’র গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বরুড়া থানা সহ আসপাশের এলাকায় বিপুল সংখ্যাক উৎসুক জনতা ভিড় করে আবদুল্ল্যাহকে দেখার জন্য, এ সময় তার হাতে নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা মিষ্টি বিতরণ করে।