বাংলারজমিন
বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ জাবেদ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
২০২০-১০-২৯
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে জাবেদ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ৪ মামলার আসামি সাদ্দাম হোসেনকে (২৭) নামে এক যুবদল নেতাকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। সে উপজেলার জাহানাবাদ গ্রামের কালা কাজী বাড়ির মো.বাবুলের ছেলে এবং যুবদল নেতা, চাঁদাবাজী, অপহরণ, অবৈধ অস্ত্র, বিস্ফোরকসহ ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার দিবাগত রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জাহানাবাদ গ্রামের কালাগাজীর দক্ষিণ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে তার তথ্যের ভিত্তিতে জাহানাবাদ গ্রামের কালাগাজীর বাড়ীর দিঘীর দক্ষিণ পাড়ের কবরস্থান থেকে একটি একটি দেশীয় পাইপগান ও ১টি কার্তুজ উদ্ধার করা হয়। বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।