× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় / বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারী মাদকসহ আটক, সাময়িক বরখাস্ত

শিক্ষাঙ্গন

বেরোবি প্রতিনিধি
(৩ বছর আগে) অক্টোবর ২৯, ২০২০, বৃহস্পতিবার, ৮:০৯ পূর্বাহ্ন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রসায়ন বিভাগে কর্মরত ল্যাব এ্যাটেনডেন্ট (মেডিকেল এ্যাসিসটেন্ট পদের বিপরীতে) মোঃ আহাদ আলী এবং অর্থ ও হিসাব দপ্তরের অডিট সেল-এ কর্মরত এমএলএসএস মোঃ পারভেজ অবৈধ মাদকদ্রব্যসহ র‌্যাব-এর হাতে আটক হয়। এঘটনায় আজ বৃহস্পতিবার ভাইস চ্যান্সেলরের (ভিসি) নির্দেশে রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সাময়িক বরখাস্ত করে।

জানা যায়, রংপুর মহানগরীর আলমনগরস্থ ২৭ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের পশ্চিম পার্শ্বের পাকা রাস্তা থেকে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখাকালীন বুধবার রাত বারোটায় তাদের গ্রেপ্তার করে র‍্যাব ১৩ এর পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) সহ তার সঙ্গীয় ফোর্স।

এ সময় তাদের কাছ থেকে দুই বোতল দেশীয় মদ, তিনটি মোবাইল ফোন, পাঁচটি সিম, দুইটি মেমোরি কার্ড এবং মাদক বিক্রয়লব্ধ একহাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়।  গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) এর সারণী এর ২৪(ক) ধারায় মামলা করেন আটককারী র‍্যাবের এই কর্মকর্তা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর