× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

আরব নিউজের প্রতিবেদন / অস্বাভাবিক গতিতে চালানো গাড়ি ধাক্কা দিল গ্রান্ড মসজিদের দরজায়

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) অক্টোবর ৩১, ২০২০, শনিবার, ১০:৫১ পূর্বাহ্ন

দ্রুত গতিতে এলোমেলোভাবে চালানো একটি গাড়ি ধাক্কা দিয়েছে মক্কায় পবিত্র গ্রান্ড মসজিদ বা মসজিদুল হারামের একটি দরজায়। এক ব্যক্তি শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটান বলে খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’কে উদ্ধৃত করে খবরে বলা হয়, ওই গাড়ি থেকে পরে সৌদি আরবের নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মক্কা অঞ্চলের সরকারি এক মুখপাত্র সুলতান আল দোসারিকে উদ্ধৃত করে এসপিএ বলেছে, ওই ব্যক্তি গ্রান্ড মসজিদের দক্ষিণ চত্বরে উচ্চ গতিতে গাড়ি চালাচ্ছিলেন।  আকস্মিকভাবে তা আঘাত করে মসজিদের দরজায়। তবে এতে কেউ আহত হননি। তদন্তকারীরা বলছেন, ওই গাড়ির চালক একজন সৌদি নাগরিক। এ সময় তিনি অস্বাভাবিক অবস্থায় ছিলেন। তাকে পাবলিক প্রসিকিউশন অফিসে পাঠিয়ে দেয়া হয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর