× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল থেকে
৩১ অক্টোবর ২০২০, শনিবার

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে শনিবার সকালের দিকে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদ মিছিলের আয়োজন করে। মিছিলটি টাঙ্গাইল কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের নিরালা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, রেজিস্ট্রিপাড়া হয়ে শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম মিছিলে অংশ নেন।  জেলা ইমাম পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, রাসুলের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং একজন মুসলমান হিসেবে কর্তব্যবোধ থেকেই ফ্রান্স বিরোধী মিছিলে অংশ নিতে এসেছি। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, সরকার বাহাদুর আপনিও ফ্রান্সের সমস্ত পণ্য বয়কট করুন। প্রয়োজন হলে ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও কেন্দ্রীয় গোরস্থান মসজিদেও পেশ ইমাম মাওলানা আশরাফুজ্জামান কাশেমী। সমাবেশ থেকে ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর