× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কমিউনিটি পুলিশিং ডে পালিত

বাংলারজমিন


১ নভেম্বর ২০২০, রবিবার

মৌলভীবাজার
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে: মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা পুলিশের আয়োজনে শহরের পৌর জনমিলন কেন্দ্রে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ  প্রমুখ। মৌলভীবাজার মডেল থানার ওসি পরিমল চন্দ্র দে’র পরিচালনায় স্বাগতিক বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিয়াউর রহমান। চেয়ারম্যান হিসেবে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন বানু লাল রায় ও শ্রেষ্ঠ পুলিশ হিসেবে পুরস্কার পেয়েছে শ্রীমঙ্গল থানার এস আই আলমগীর হোসেন। অনুষ্ঠান শেষে সদর উপজেলার ৩টি ইউনিয়ন কাগাবালা, কনকপুর ও গিয়াসনগর ইউনিয়নের জন্য পুলিশিং মোবাইল সেবা দেয়ার জন্য একটি গাড়ি প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের কর্মকর্তা, চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
নবীগঞ্জ
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে: নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভ্য ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী।
সভাপতিত্ব করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব শামীম আহমদ চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথির  বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান,হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক,বাউসা ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক,কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, আউশকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (১) সাইদুর রহমান, বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খালেদ মোশারফ প্রমুখ।  
কিশোরগঞ্জ
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে: ‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে মতবিনিময় সভা, সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। গতকাল দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার)। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি শাহ আজিজুল হক, জিপি অ্যাডভোকেট বিজয় শঙ্কর রায় এবং জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সেক্রেটারী সাইফুল হক মোল্লা দুলু। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং এর ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে পাকুন্দিয়া থানার এসআই সুজিত কুমার এবং জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে মিঠামইন উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য মো. শাহজাহান মিয়াকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
নগরকান্দা
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: নগরকান্দায়  কমিউনিটি পুলিশিং ডে ২০২০ পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় নগরকান্দা থানা মিলনায়তনে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ শেখ মো. সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল এফ এম মহিউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউিনিটি পুলিশিং নগরকান্দা উপজেলা শাখার সভাপতি মো. বেলায়েত হোসেন মিয়া। বক্তব্য রাখেন  নগরকান্দা থানার  ওসি তদন্ত মো. মিরাজ হোসেন, পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ সোবহান মিয়া, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক মাহাবুব আহাদ প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর