× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মামলার বেড়াজালে হাকালুকির হাওরখাল বিলের কয়েক কোটি টাকার মাছ লুট

বাংলারজমিন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
১ নভেম্বর ২০২০, রবিবার

বড়লেখায় ৬ বছর ধরে মামলা মোকদ্দমার বেড়াজালে আটকিয়ে হাকালুকির গুটাউরা হাওরখাল (বদ্ধ) জলমহালের কয়েক কোটি টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। সোনার বাংলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান মৎস্যজীবী সমিতির সম্পাদক সাহাব উদ্দিন অভিযোগ করেন এক প্রভাবশালীর মদতপুষ্ট মৎস্যজীবী সমিতি সম্প্রতি আদালতের স্থিতাবস্থা ভঙ্গ, সরকারি কৌঁসুলি ও জেলা-উপজেলা জলমহাল কমিটির মতামত উপেক্ষা করে বেআইনিভাবে এ জলমহালের রাজস্ব পরিশোধ করেছে।
জানা গেছে, হাকালুকির গুটাউরা হাওরখাল (বদ্ধ) জলমহালটি ১৪২২ বাংলা হতে ১৪২৭ বাংলা পর্যন্ত বন্দোবস্ত নিতে ৪টি মৎস্যজীবী সমিতি আবেদন করে। ২০ একরের ঊর্ধ্বের জলমহাল ভূমি মন্ত্রণালয় কর্তৃক সর্বোচ্চ দরদাতাদের লিজ দেয়ার নিয়ম রয়েছে। ২০১৪ সালে তৎকালীন সমাজকল্যাণ মন্ত্রীর সুপারিশে ভূমি মন্ত্রণালয় সর্বনিম্ন দরদাতা পানকৌড়ি মৎস্যজীবী সমবায় সমিতিকে সর্বোচ্চ দরদাতা বানিয়ে ইজারা দেয়ায় ঘটে বিপত্তি। সর্বোচ্চ দরদাতা সোনার বাংলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান মৎস্যজীবী সমবায় সমিতি মহামান্য হাইকোর্টে রিট মামলা দায়ের করে (মামলা নং-৮০৩৪/২০১৫)। মহামান্য হাইকোর্ট পানকৌড়ি মৎস্যজীবী সমবায় সমিতির বেআইনি লিজ বাতিলের রায় দেন। উক্ত রায়ের বিরুদ্ধে পানকৌড়ি মৎস্যজীবী সমিতি ‘লিভ টু আপিল’ করে (নং-৩৬১৬/২০১৫)। আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে আদেশ প্রদান করেন।
এ রায়ের বিরুদ্ধে পানকৌড়ি পুনরায় রিভিউ করে। রিভিউ মামলা দীর্ঘায়িত হওয়ায় সোনারবাংলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান মৎস্যজীবী সমিতি রিভিউর বিপক্ষে হাইকোর্টে কনডেম মামলা করেন যা চলমান। এ অবস্থায় মাধবকুণ্ড মৎস্যজীবী সমবায় সমিতি ১৪২৪ বাংলা হতে ১৪২৯ বাংলা পর্যন্ত ইজারা বন্দোবস্তের আবেদন করে। এর প্রেক্ষিতে ১১ই অক্টোবর উপজেলা ও জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি গুটাউরা হাওরখাল (বদ্ধ) জলমহাল মামলাভুক্ত থাকায় মাধবকুণ্ড সমিতিকে ইজারা দেয়ার সুযোগ নেই মর্মে ভূমি মন্ত্রণালয়ে মতামত প্রেরণ করেন। কিন্তু মাধবকুণ্ড মৎস্যজীবী সমিতির অর্থের জোগানদাতা ফেঞ্চুগঞ্জের প্রভাবশালী ব্যবসায়ী ও জনপ্রতিনিধি ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যোগসাজশে তড়িঘড়ি করে গত ১৪ই অক্টোবর আদালতের নির্দেশনা অমান্য করে বেআইনিভাবে গুটাউরা হাওরখাল (বদ্ধ) জলমহালের ওপর সরকারের কোষাগারে ১ কোটির অধিক টাকার রাজস্বাদি পরিশোধ করেন। অথচ সরকারি কৌঁসুলি ১২ই অক্টোবর জেলা প্রশাসক বরাবরে মতামত দেন এ জলমহাল নিয়ে বিভিন্ন মামলা চলমান। এগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১৪২৭ বাংলার সরকারি ইজারামূল্য ও অন্যান্য করাদি আদায় করা যাবে না। সোনার বাংলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান মৎস্যজীবী সমিতির সম্পাদক সাহাব উদ্দিন জানান, তার সমিতি জলমহালটির বৈধ ইজারাদার। উপজেলা ও জেলা জলমহাল কমিটি ও সরকারি কৌঁসুলির মতামত উপেক্ষা করে মামলাধীন অবস্থায় মাধবকুণ্ড মৎস্যজীবী সমবায় সমিতির অর্থের জোগানদাতা প্রভাবশালী নুরুল ইসলাম আদালত অবমাননা করে উক্ত জলমহালের ১৪২৭ বাংলা সনের রাজস্বাদি পরিশোধ করেছেন। প্রায় ৬ বছর ধরে তিনি বিভিন্ন মামলা মোকদ্দমার বেড়াজালে আটকিয়ে হাকালুকির সর্ববৃহৎ এ জলমহাল থেকে কয়েক কোটি টাকার মাছ লুট করছেন। ন্যায়বিচারের প্রত্যাশায় আমরা আদালতের পানে চেয়ে আছি।
এ ব্যাপারে মাধবকুণ্ড মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সালাম উদ্দিন জানান, তার সমিতি গুটাউরা হাওরখাল (বদ্ধ) জলমহালের ইজারা পেয়েছে। মামলা-মোকদ্দমা আছে কি না জানেন না। ফেঞ্চুগঞ্জের নুরুল ইসলাম ও ভোলারকান্দির মোক্তার আলী সমিতির পক্ষে জলমহালের ১৪২৭ বাংলা সনের সমুদয় রাজস্বাদি পরিশোধ করেছেন। জেলা প্রশাসক মো. মীর নাহিদ আহসান জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট ফাইল না দেখে তিনি বিস্তারিত বলতে পারবেন না। ফাইল দেখে বিষয়টির খোঁজ নিবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর