× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আড়াইহাজারে ফ্রান্সের পণ্য বর্জনের দাবিতে বিক্ষোভ

বাংলারজমিন

আড়াইহাহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১ নভেম্বর ২০২০, রবিবার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল  ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তৌহিদি জনতা নামে নামে একটি ব্যানারে উপজেলা পরিষদের সামনে থেকে হাজার হাজার মুসলমান ফান্সের পণ্য বর্জন করার দাবি জানান। এ সময় সরকারের কাছে চার দফা জানানো জানানো হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মিছিলটি উপজেলার আড়াইহাজার পৌরসভা বাজার প্রদক্ষিণ শেষে স্থানীয় কৃঞ্চপুরা পায়রা চত্বরে গিয়ে পথসভা করেন। উপস্থিত ছিলেন, মাওলানা আমিনুল ইসলাম আড়াইহাজারী, মাওলানা অলিউল রহমান আশাদী ইমাম আড়াইহাজার পৌরসভা বাজার জামে মসজিদ, মাওলানা আয়ুুবুর রহমান, মাওলানা নাসির উদ্দিন জেহাদী ও ইসরাফিল প্রমুখ। সভাবেশ থেকে বক্তরা চার দফা দাবি সহ ফান্সের সকল পণ্য বর্জন করার আহবান জানান। আমিনুল ইসলাম আড়াইহাজারী বলেন, বাংলাদেশে ফান্সের যে দূতাবাস রয়েছে। সেটি যেন উড়িয়ে গুঁড়িয়ে শেষ করে দেয়।
সরকার যেন পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা করে ফান্সের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। সংসদের মধ্যে অবশ্যই নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা অন্তর থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের বন্ধু রাষ্ট্র ভারত আমাদের বাংলাদেশের মুসলমানদের অনুভূতিকে মূল্যায়ন না করে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থা নিয়েছে। ভারত ফান্সের পক্ষ অবলম্বন করেছে। এতে মোদি সরকার প্রমাণ করেছে আমাদের সঙ্গে তারা বন্ধুত্বের বান করেছে, শুধু স্বার্থ আদায় করার জন্য। স্বার্থ উদ্ধার করা ছাড়া তাদের আর কিছুই নেই। এতে বাংলাদেশ সরকারকে ভাবতে বন্ধু হিসেবে ভারতকে ভাবা যায় কি না। তিনি আরও বলেন, মুসলমানকে একটা কথা ভাবতে হবে। মুসলমানের বন্ধুত্ব মুসলমান রাষ্ট্রের সঙ্গেই হতে পারে। কোনো কুফরী রাষ্ট্রের সঙ্গে মুসলমানদে বন্ধুত্ব হতে পারে না। এ সময় মাওলানা অলিউল রহমান আশাদী ইমাম বলেন, ফান্সের মেরুদ- ভেঙে দিতে আমরা ফান্সের পণ্য বর্জন করব। ফান্স শুধু বাংলাদশ নয়, বিশ্বের ২০০ কোটি মুসলমানের হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে। আড়াইহাজার সহ সারাদেশের ব্যবসায়ী ভাইদের বলছি ফান্সের পণ্য বর্জন করুন।
 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর