× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

আলোয়,  আল্পনায় সেজে উঠেছে তামিলনাড়ুর  কমালা  হ্যারিসের গ্রাম  

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) নভেম্বর ৫, ২০২০, বৃহস্পতিবার, ২:১১ পূর্বাহ্ন

এই গ্রামে কোনোদিন পা দেননি কমালা  হ্যারিস।   কিন্তু মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হতেই সেজে উঠেছে তামিলনাড়ুর থিরুভারু জেলার থুলাসান্দ্রাপুরাম গ্রামটি।  কমালা এখানে না এলেও তার মা শ্যামলা গোপালন এই গ্রামে থাকতেন।   এই গ্রাম থেকেই তিনি দিল্লিতে পড়াশোনা করতে যান।  তাই  থুলাসান্দ্রাপুরাম এর বাসিন্দারা প্রথম ইন্দো-আমেরিকান মার্কিন ভাইস প্রেসিডেন্টের মঙ্গল কামনায় ঘরে আল্পনা দিয়েছেন।  বাতি  জ্বালিয়েছেন,  কমালার কাটআউটে  সেজেছে গ্রাম।  মার্কিন নির্বাচনের জটিল অঙ্ক বোঝে না গ্রাম,  তারা শুধু জানে গ্রামের মেয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হচ্ছে।  যদি সত্যিই তাই হয়, তাহলে কমালা  হ্যারিস হবেন প্রথম ইন্দো-আমেরিকান ভাইস প্রেসিডেন্ট।  নারী নির্যাতনের বিরুদ্ধে সদাই  সরব কমালার  আরেকটি  নাম,  টপ  কপ। অনেকে তাকে নারী  ওবামা বলে ডেকে থাকেন ।    

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর