ভারত
বিহারে শেষ দফার নির্বাচনে হিংসা, বুথের বাইরেই গুলিতে ঝাঁঝরা ডন
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২০২০-১১-০৭
আপাত শান্ত বিহারে তৃতীয় তথা শেষ দফার নির্বাচনে রক্তপাত, হত্যা, পুলিশের গুলি চালানোর ঘটনা ঘটলো। পূর্ণিয়া জেলার সোর্সিতে একটি বুথের বাইরে প্রতিপক্ষ দলের গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যুবরণ করলো কুখ্যাত ডন বিট্টু সিং-এর ভাই আর এক ডন বেতি সিং। পুলিশ এটিকে এলাকা দখলের লড়াই বলছে।
পূর্ণিয়ারই ধমধহতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হলো উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার জন্য। উত্তর বিহার থেকে হিংসা এবং অশান্তির খবর এসেছে নিয়মিত। বোমাবাজি, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিহারে শনিবার ১৯ জেলার ২ কোটি ৩৪ লাখ ভোটার ভোট দিয়েছেন। ২৩৪ আসনের বিহার বিধানসভার আজ ৭৮ আসনের ফয়সালা ছিল। প্রার্থী ছিল মোট ১২০৪ জন। ১২ জন মন্ত্রীর ভাগ্যও এদিন নির্ধারিত হলো।
পূর্ণিয়ারই ধমধহতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হলো উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার জন্য। উত্তর বিহার থেকে হিংসা এবং অশান্তির খবর এসেছে নিয়মিত। বোমাবাজি, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিহারে শনিবার ১৯ জেলার ২ কোটি ৩৪ লাখ ভোটার ভোট দিয়েছেন। ২৩৪ আসনের বিহার বিধানসভার আজ ৭৮ আসনের ফয়সালা ছিল। প্রার্থী ছিল মোট ১২০৪ জন। ১২ জন মন্ত্রীর ভাগ্যও এদিন নির্ধারিত হলো।