× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

গৃহায়নের সাবেক সদস্য বদিউলের বিরুদ্ধে মামলা

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১১ নভেম্বর ২০২০, বুধবার

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. বদিউল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামি কর্তৃক মিরপুর সেকশন নং ০৮, ব্লক নং-খ, রোড নং-০৩, প্লট নং-২৪ জমির পরিমাণ দুই কাঠার প্লটের বিকল্প প্লট হিসেবে সেকশন ৬, প্লট নং ১১/১, এভিনিউ নং-০৫, ব্লক-বি, জমির পরিমাণ ২ দশমিক ৬৬ কাঠার প্লটটি অপরাধমূলক অসদাচরণ ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে দখলপূর্বক স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা, দ-বিধির ৪০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ও ৪ (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
ঘটনার বিবরণে আরো বলা হয়, সাবেক প্রধান প্রকৌশলীর দপ্তর, গৃহ সংস্থান অধিদপ্তর, সেগুনবাগিচা, ঢাকা থেকে ফজলুল হক চৌধুরীর নামে মিরপুর হাউজিং এস্টেটের সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকায় স্মারক  ৩৩৬০, তাং ৩০/০৬/১৯৯৪ মূলে মিরপুর সেকশন-৮, ব্লক-বি, রোড নং-৩, প্লট নং-২৪, জমির পরিমাণ ২ কাঠা বরাদ্দ দেয়া হয়। ফজলুল হক চৌধুরী ৪ কিস্তিতে টাকা পরিশোধ করেন। ওই টাকা পরিশোধের পর ফজলুল হক চৌধুরী ১৯৯৬ সালের ৩ জানুয়ারি মৃত্যুবরণ করেন। ফজলুল হক চৌধুরীর মৃত্যুর পর তার ওয়ারিশরা নূরজাহান বেগম (স্ত্রী), চৌধুরী আজিজুল হক (ছেলে),  চৌধুরী আমিনুল হক (ছেলে), চৌধুরী  মোজাম্মেল হক (ছেলে), হোসনেয়ারা জামান (মেয়ে), ফাতেমা বেগম  (মেয়ে) ও পারভীন আক্তার চৌধুরী (মেয়ে) ওয়ারিশ সূত্রে উক্ত প্লটের মালিক হন।
অনুসন্ধানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে, ফজলুল হক চৌধুরীর ওয়ারিশরা কর্তৃক নিযুক্ত আমমোক্তার মো. মাসুম করিম (বদিউল আলমের আপন মেজো ভগ্নিপতি) পুনঃবরাদ্দ প্রাপ্ত বদিউল আলমের কাছে বিক্রি করেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর