ভারত
আইন করে ভারতে ডিজিটাল মিডিয়াকে তথ্য-সম্প্রচার মন্ত্রকের অধীনে আনা হল
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২০২০-১১-১১
ইচ্ছামতো ডিজিটাল মিডিয়ায় নিউজ পোর্টাল খোলার দিন শেষ হল ভারতে। সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতে নিউজ পোর্টাল, ডিজিটাল কনটেন্ট প্রোভাইডার এবং বিনোদনের পোর্টালগুলিকেও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে আনা হল। এরপর থেকে এই ধরণের পোর্টাল খুলতে তথ্য দপ্তরের সবুজ সংকেত লাগবে। বর্তমানে প্রচলিত পোর্টালগুলি সম্পর্কেও পর্যালোচনা করা হবে। সুপ্রিম কোর্ট ডিজিটাল মিডিয়া নিয়ে একটি মামলার পর সরকারকে নির্দেশ দেয় পোর্টালের একটি রেগুলেটরি বডি তৈরির জন্যে। কেন্দ্রীয় সরকার সেই মর্মে আইন আনছে বলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এর সইও হয়ে গেছে। ভারতে সংবাদপত্রের রেগুলেটরি বডি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, টেলিভিশনের ব্যাপারটি দেখভাল করে নিউজ ব্রডকাস্ট আসোসিয়েশন. এমনকি বিজ্ঞাপনের বিষয়টি দেখার জন্যে আছে আডভার্টাইসমেন্ট স্ট্যান্ডার্ড কাউন্সিল। যথেচ্ছ নিউজ পোর্টালকে আটকাতেই এই ব্যবস্থা।