ভারত
সোনা ও দামি জিনিসপত্র নিয়ে মুম্বাই বিমানবন্দরে আটক ক্রিকেটার
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২০২০-১১-১২
আই পি এল খেলে আবু ধাবি থেকে দেশে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে আটক হলেন মুম্বাই ইন্ডিয়ান্স দলের তারকা ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়া। ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স জানিয়েছে, ক্রুনালের কাছে প্রচুর পরিমানে বেআইনি সোনা এবং দামি জিনিসপত্র উদ্ধার হয়েছে। শুল্ক না দিয়েই ক্রুনাল পান্ডিয়া এই সব সোনা ও জিনিস নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ক্রুনাল পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে গত কয়েক মরশুমে একাত্তরটি ম্যাচ খেলেছেন। ২০১৭ সালে তিনি প্লেয়ার অফ দা ফাইনাল নির্বাচিত হয়েছিলেন।