× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

পাক অধিকৃত কাশ্মীরে ভারতের ফের এয়ার স্ট্রাইক, ধ্বংস বেশ কয়েকটি জঙ্গি লঞ্চপ্যাড

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা থেকে
(৩ বছর আগে) নভেম্বর ২০, ২০২০, শুক্রবার, ১০:৪৬ পূর্বাহ্ন

পাক অধিকৃত কাশ্মীরে ফের ভারতের বিমান হানা।  ভারতের এয়ার স্ট্রাইক ধ্বংস হয়েছে উরি ও কেরান সেক্টর সংলগ্ন  বেশ কয়েকটি পাক জঙ্গি ঘাঁটি,  তেলের ডিপো, গোলাবারুদের গুদাম।  সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এই পিনপয়েন্ট এয়ার স্ট্রাইক এ অন্তত আট পাক জঙ্গির মৃত্যু হয়েছে।  এদের মধ্যে দুজন পাক সেনাবাহিনীর সার্ভিস অফিসারও আছেন।  ভারতীয় সেনাবাহিনী এই ঘটনার কথা স্বীকার করে জানিয়েছে,  এক সপ্তাহ আগে শুক্রবার এই পিনপয়েন্ট এয়ারস্ট্রাইক করা হয়েছে।  শুক্রবার এয়ারস্ট্রাইক এর কথা অস্বীকার করা হয় সেনাবাহিনীর পক্ষে।  উল্লেখযোগ্য,  পাক জঙ্গিরা যেভাবে ভারতে অনুপ্রবেশের মাত্রা বাড়াচ্ছে এবং সাধারণ নাগরিকদের হত্যা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই পিন পয়েন্ট এয়ার স্ট্রাইক বলে জানানো হয়েছে।  পাকিস্তান সেনাবাহিনীও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে নাগাড়ে গুলিবর্ষণ করে যাচ্ছে।  সেনাবাহিনীর পক্ষ থেকে একটি হিসেব দিয়ে বলা হয় ২০১৭ সালে  ৯১৭ বার অনুপ্রবেশের চেষ্টা হয়। ২০১৮তে তা বেড়ে হয় ১৬২৯ বার।  গত বছর সংখ্যাটি দাঁড়ায় ৩২৬৮।  আর চলতি বছরের নভেম্বরের মধ্যেই ৪০৫২ বার অনুপ্রবেশের চেষ্টা হয়েছে।  বিগত কয়েকদিনে পাক সেনার মদতে পাক জঙ্গি বাহিনী হামলা চালিয়েছে ভারতের বারমুল্লা,  উরি,  কেরান,  দাওয়ার ও  নাভগাঁও  সেক্টরে.  নিরীহ গ্রামবাসীদের নির্বিচারে হত্যা করা হয়েছে।  সম্পত্তি ধ্বংস করা হয়েছে।  তারপরই পাক জঙ্গি লঞ্চপ্যাড  গুলি নিশানা করে ভারতের এই পিনপয়েন্ট এয়ারস্ট্রাইক।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর