ঢাকা, ১৫ জানুয়ারি ২০২১, শুক্রবার
ঢাবি ভর্তি পরীক্ষা লিখিত ৪০, এমসিকিউ ৪০
শিক্ষাঙ্গন
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) নভেম্বর ২৩, ২০২০, সোমবার, ৩:০২ পূর্বাহ্ন
২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে নম্বর বণ্টনেও পরিবর্তন আনা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় ক, খ, গ এবং ঘ এই চারটি ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী) এবং ৪০ নম্বরের লিখিত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার সকালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে প্রো-ভিসি (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল জানান, এবারের ভর্তি পরীক্ষায় বিভাগীয় শহরে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এমসিকিউ, লিখিত এবং এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর মোট ১০০ নম্বরের ওপর পরীক্ষা হবে। পরীক্ষার সময় ও বিষয়ভিত্তিক প্রশ্ন সংশ্লিষ্ট অনুষদের ডিনরা ঠিক করবেন।
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
shiblik
২৩ নভেম্বর ২০২০, সোমবার, ৫:২৮ভর্তি নিয়ে যতো তামাশা! অথচ এই বিশ্ববিদ্যালয়ের বেশীরভাগ শিক্ষককে ঘণ্টা খানেকের বেশী কাজে পাওয়া যায় না। আর অন্য দিকে একটা গ্রুপ আছে টর্চার সেল, টেন্ডারবাজী, ধর্ষণ, যৌন হয়রানি নিয়ে।