× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

নামাজরত অবস্থায়ই মৃত্যুর কোলে ইমাম সুলায়মান

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
২৪ নভেম্বর ২০২০, মঙ্গলবার

নামাজরত অবস্থায় ইন্তেকাল করেছেন শহরের কুমারশীল মোড়স্থ মদিনা মসজিদের ইমাম হাফেজ মাওলানা আলহাজ সুলায়মান (৫৮) (ইন্নালিল্লাহে...রাজিউন)। গতকাল  ফজর নামাজরত অবস্থায় মারা যান তিনি। দীর্ঘ ৩৫ বছর ধরে মদিনা মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুড়িগ্রামের মৃত হাজী কফিল উদ্দিন মুন্সীর ছেলে সুলায়মান।  মদিনা মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, গতকাল ভোরে ফজর নামাজের ইমামতি করার সময় তিনি শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান। পরে মুসল্লিদের সঙ্গে জামাতে দাঁড়িয়ে ফজর নামাজ শেষে সালাম ফেরানোর মুহূর্তে ঢলে পড়েন। দস্তগীর নামে এক মুসল্লির কোলে ঢলে পড়া অবস্থায় তিনি মুসল্লিদের কাছে ক্ষমা চান
এবং তার প্রতিষ্ঠিত মাদ্রাসা সবাইকে দেখে রাখার অনুরোধ করেন। এরপরই কলেমা শাহাদাত পড়তে পড়তে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মাওলানা সুলায়মান অকৃতদার ছিলেন।
নিজের সহায় সম্পদ বিক্রি করে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
 ধর্মপ্রাণ মুসল্লিরা তাকে একনজর দেখার জন্য মদিনা মসজিদ এলাকায় ভিড় জমান। গতকাল বাদ জোহর টেংকেরপাড় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তার প্রতিষ্ঠিত শহরের মেড্ডাস্থ তিতাস পাড়া জামিয়া ইসলামিয়া সুলায়মানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হয়। জানাজায় কয়েক হাজার লোক অংশ নেয়।  
 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর