অনলাইন
আগুনে পুড়লো সাততলা বস্তি
অনলাইন ডেস্ক
২০২০-১১-২৪
রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বস্তির প্রায় ৬০ থেকে ৭০টি ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় রাত ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে বস্তির বাসিন্দা বীথি রানীর বিয়ের বেনারসি শাড়িও পুড়ে গেছে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, সর্বমোট ২০০ ফায়ার কর্মী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি বলেন, এখন পর্যন্ত আহত-নিহতের খবর পাওয়া যায়নি।
পুড়েছে পঞ্চম শ্রেণির ছাত্রী তানিয়ার পাঠ্যবইগুলো

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, সর্বমোট ২০০ ফায়ার কর্মী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি বলেন, এখন পর্যন্ত আহত-নিহতের খবর পাওয়া যায়নি।
