বাংলারজমিন
ছাতকে মাস্ক না পরায় ৭ জনকে জরিমানা
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
২০২০-১১-২৬
ছাতকে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৭ জন পথচারীকে জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের ট্রাফিক পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ১ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সন্ধ্যায় ছাতকের ইউএনও, নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মোহাম্মদ গোলাম কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
প্রায় ঘণ্টাব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়সহ শ্রমিক শ্রেণির অসচেতন মানুষকে বিনামূল্যে মাস্ক পরিয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মোহাম্মদ গোলাম কবির জানিয়েছেন।
প্রায় ঘণ্টাব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়সহ শ্রমিক শ্রেণির অসচেতন মানুষকে বিনামূল্যে মাস্ক পরিয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মোহাম্মদ গোলাম কবির জানিয়েছেন।