× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

দিরাইয়ে মনোনয়ন লড়াইয়ে বড় দু’দলের প্রার্থীরা

বাংলারজমিন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, শনিবার

তফসিল ঘোষণার পরপরই পৌরসভার নির্বাচন ঘিরে সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগ ও বিএনপি’র রাজনীতি সরগরম হয়ে উঠেছে। প্রথম ধাপের নির্বাচনের ভোটগ্রহণ ২৮শে ডিসেম্বর নির্ধারণ করে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বড় দুই দলের মনোনয়ন বাগিয়ে নিতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা। মনোনয়ন নিশ্চিত করতে নানামুখী তৎপরতা শুরু করেছেন তারা। বিশেষ করে ক্ষমতাসীন দলটির মনোনয়ন কে পাচ্ছে তা নিয়ে সাধারণ কর্মীদের মধ্যে চলছে হিসাব-নিকাশ। মনোনয়ন নিয়ে দলটির অভ্যন্তরীণ কোন্দল আরো প্রকট হওয়ার আভাস মিলছে। মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ থেকে নির্বাচিত বর্তমান মেয়র মোশাররফ মিয়া আলোচিত তিন খুনের মামলার পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় মনোনয়ন নিয়ে অনেকটা বেকায়দায় রয়েছেন। এদিকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে চেষ্টা করছেন সাবেক দুই ছাত্রলীগ নেতা আসাদ উল্লাহ ও বিশ্বজিৎ রায়।
উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রে জানা যায়, বর্তমান মেয়র মোশাররফ মিয়া, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ, যুবলীগ নেতা ও পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়সহ ৪ নেতা মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান জানিয়ে উপজেলা আওয়ামী লীগ বরাবর আবেদন জমা দিয়েছেন। এদিকে মেয়র পদে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মঈনুদ্দিন চৌধুরী মাসুক, পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী অন্যতম। জাতীয় পার্টির দলীয় প্রার্থী অনন্ত মল্লিক ও স্বতন্ত্র মেয়র প্রার্থী চন্ডিপুর গ্রামের বাসিন্দা রশিদ মিয়া প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে জামায়াতে ইসলামী ও জমিয়তে উলাময়ে ইসলাম দলীয় ও কৌশলগতভাবেও মেয়র পদে কোনো প্রার্থী দিবেন না বলে সংগঠন সূত্রে জানা গেছে। উল্লেখ্য, ১৯৯৯ সালে ভাটির হাওরের জনপদ দিরাই উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা হয়। উপজেলা সদরের ১৭টি গ্রাম নিয়ে পৌরসভা গঠিত হয়। বর্তমানে ৯টি ওয়ার্ডের দিরাই পৌরসভায় লোকসংখ্যা ৩২ হাজার ১৫৪ জন। ৬.৫ বর্গ মিটার আয়তনের এ পৌরসভায় বর্তমান ভোটার ২১ হাজার ৩৭৯ জন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ৫৫২ জন ও নারী ভোটার ১০ হাজার ৮২৭ জন। ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বিজয়ী হন বর্তমান মেয়র মোশাররফ মিয়া। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি’র দলীয় প্রার্থী মঈনুদ্দিন চৌধুরী মাসুক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর