স্টাফ রিপোর্টার, সিলেট থেকে ২৯ নভেম্বর ২০২০, রবিবার
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন করোনাভাইরাসে আক্রান্ত। তার রোগমুক্তি কামনা করে স্বেচ্ছাসেবকলীগ সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল বাদ জোহর সিলেট কালেক্টরেট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে তার আশু রোগমুক্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তবারক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, স্বেচ্ছাসেবকলীগ সিলেট জেলা সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস প্রমুখ।