× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আরো ৩৬ জনের মৃত্যু

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার
২৯ নভেম্বর ২০২০, রবিবার

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫৮০ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯০৮ জন। এতে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৬০ হাজার  ৬১৯  জনে। ২৪ ঘণ্টায় ২ হাজার ২০৯ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের  করোনা সংক্রান্ত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য  জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১১৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭১৮টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৭ লাখ ৪৩ হাজার ৫৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ৮ জন।
এ পর্যন্ত করোনায় ৫ হাজার ৫২ জন পুরুষ এবং ১ হাজার ৫২৮ জন নারী মারা গেছেন। বয়স বিবেচনায় ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬০ বছরের বেশি ২৩ জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ১  জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশালে ১ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে নতুন করে যুক্ত হয়েছেন ৬৫৭ জন এবং ছাড় পেয়েছেন ৬৪৭ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ৭৬৮ জন এবং ছাড় পেয়েছেন ৫ লাখ  ৩৬ হাজার ৮৮৫ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪০ হাজার ৮৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ১৭১ জন। ছাড়া পেয়েছেন ৮২ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯০ হাজার ৮৩৪ জন এবং ছাড়া পেয়েছেন ৭৮ হাজার ২৯ জন। এখন  আইসোলেশনে আছেন ১২ হাজার ৮০৫ জন। ২৪ ঘণ্টায় করোনা সংক্রান্ত ফোনকল এসেছে ৪০ হাজার ৯৯৪টি এবং এ পর্যন্ত মোট কল সংখ্যা ২ কোটি ২৯ লাখ ২১ হাজার ২০৯টি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর