এরা পথভ্রষ্ট মুসলিম ।
সন্ত্রাসীরা ইসলামের লেবাস পরে ইসলাম কোন সন্ত্রাসীকে সাপোর্ট করে না,
These murderers are not pro Islam. They are pro shaitan and going to jahannam
ইসলাম পন্থীরা ৩০ জনেরও অধিক মানুষের গলা কেটে হত্যা করেছে, তাহলে বলুন ওরা কি মানুষ ? ওরা কি নাস্তিক হতে পারে না ? ওদের কি পাপিষ্ট বলা যাবে না ? নিরীহ মানুষের গলা কেটে হত্যা এ বিষয় আমাদের দেশের মুছিল্লিরা কি বলেন ? মানুষ হত্যা মহাপাপ ! এরা কি সেই পাপের কাতারে পরে না ? যাঁরা মারা গেছেন, তারাও তো মুসলমান ছিল, তবে কেনো মারা হলো মুসলমান ভাইদের ? ওদের কি এ পৃথিবীতে বাসের অধিকার ছিল না ? না হয় ওরা ক্রিস্টিয়ানই ছিল, কে দিয়েছিল, ওদের মারার অধিকার ? ওরাও তো আল্লাহ শ্রেষ্ট জীব ! তবে কেন ধর্মের নামে ওদের হত্যা করা হচ্ছে ? আর এই বেইমানরা, হত্যাকারীরা, যদি বলে তাদের অনুসরণ করো, হত্যা করো, পরকালে আল্লাহ শান্তি দিবে, তা কি সত্যি ! কেনো আমাদের দেশের আলেম সমাজরা কথা বলেন না, কেন ওদের বিরুদ্ধে দাড়ায়না, কেনো বিবৃতি দেননা ? এটা কি তাদের দায়িত্বের মধ্যে পরে না ? কিন্ত ঠিকই পরে, তাড়া পারে অন্ধকারে এ কাতারে গিয়ে সামাল দিতে ? এটাই বাস্তব। আর তাদের চরিত্র সম্বন্ধে যদি কিছু লেখেন বা বলেন, তাহলে হয়তো তারা বলবে, অল্প বিদ্যা ভয়নকর, বা আপনি ধর্ম থেকে বিচ্যুত হচ্ছেন ! এটাই তাদের কথা । মনে হয় ওরাই আপনাকে বেহেশতে পাঠাবে !
শিরোনাম নাইজেরিয়ার ৪৩ কৃষকের শিরচ্ছেদ করলো সন্দেহ ভাজন ইসলাম পন্তী সত্রাসীরা। এই শিরোনামেই যতেষ্ট মুসলমানদের বিরুদ্ধে। নিরহ নিরঅপরাদ কৃষকদের হত‍্যাকারী কখনো ইসলামের পক্ষের মানুষ হতে পারেনা। বোকো হারাম বোকো শুকুর হোক এরা ইসলামের শক্র। ইসলামের পোষাক পরা ইহুদি কাফের। ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। মুসলিম বিশ্বের কঠোরভাবে এদের চিহ্নিত করতে হবে। এদের অস্ত্রদাতা অর্থদাতা পৃষ্ঠপোষকতা কারা করছে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করুন। আন্তর্জাতিক সংবাদ প্রকাশ করতে নিশ্চিতরূপে না জানা পযর্ন্ত ইসলাম শব্দ ব‍্যবহার করতে যতেষ্ট প্রজ্ঞার পরিচয় দিবেন আশাকরি।
বিস্তারিত লেখুন,,,ইসলামের সাথে এ খুনের কী সম্পর্ক?
Where are all so called islam lovers now. No protest. Surprise!!
solaimanhissain
৩০ নভেম্বর ২০২০, সোমবার, ৩:১৮সন্ত্রাসীরা ইসলামের লেবাস পরে ইসলাম কোন সন্ত্রাসীকে সাপোর্ট করে না,