× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্রাহ্মণবাড়িয়ার তিন গুণীর প্রয়াণে শোকসভা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
২ ডিসেম্বর ২০২০, বুধবার

সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামান, নাট্যজন আলী যাকের ও সঙ্গীতজ্ঞ শাহাদাৎ হোসেন খান- সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার এই ত্রয়ী নক্ষত্রের মহাপ্রয়াণে মঙ্গলবার সকালে  শোকসভা হয়েছে এখানে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ শোকসভার আয়োজন করে। পাঠাগারের আহবায়ক আবদুন নূরের সভাপতিত্বে শোক সভায় মুখ্য আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারন সম্পাদক মনজুরুল আলম, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির, সিপিবি সভাপতি সাজিদুল ইসলাম, জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আকতার হোসেন সাঈদ, প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এস আর ওসমান গণি সজীব, নারী নেত্রী নন্দিতা গুহ, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক শামীমা সিকদার দীনা, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, উদীচী সভাপতি জহিরুল ইসলাম স্বপন, ছাত্রমৈত্রী সভাপতি ফাহিম। পাঠাগারের সদস্য বিশ্বজিৎ পাল বাবুুর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আরেক সদস্য ওয়াহেদ শামীম। বক্তারা এই তিন গুণীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। উল্লেখ্য, সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামের, নাট্যজন আলী যাকের নবীনগর উপজেলার রতনপুর গ্রামের এবং ওস্তাদ শাহাদাৎ হোসেন খান জেলা শহরের মধ্যপাড়ার সন্তান। শাহাদাৎ হোসেন খান সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর