× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

ইতালির সামনে স্পেন ফ্রান্সের প্রতিপক্ষ বেলজিয়াম

খেলা

স্পোর্টস ডেস্ক
৫ ডিসেম্বর ২০২০, শনিবার

উয়েফা নেশনস লীগের শেষ পর্বের স্বাগতিক ইতালি সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেনের। আরেক সেমিতে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল বেলজিয়াম। আগামী বছরের ৬ই অক্টোবর মিলানের সান সিরো স্টেডিয়ামে প্রথম সেমিতে লড়বে ইতালি-স্পেন। পরদিন তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে ফাইনাল নিশ্চিতের আরেক লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে নামবে বেলজিয়াম। ১০ই অক্টোবর তুরিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সান সিরোয় একই দিন হবে ফাইনাল।
২০১৮ বিশ্বকাপ খেলতে ব্যর্থ হওয়া ইতালি রয়েছে দারুণ ছন্দে। টানা ২২ ম্যাচ অপরাজিত রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা । কোচ রবার্তো মানচিনির দলের জয় ১৭টি।
ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দশ ম্যাচ জিতে নিশ্চিত করেছে চূড়ান্ত পর্বের টিকিট। নেশনস লীগের গ্রুপ পর্বে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গত আসরের রানার্সআপ নেদারল্যান্ডসকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছে শেষ চারে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানিকে ৬-০ গোলে উড়িয়ে সেমিতে নাম লেখায় স্পেন। প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগালকে বিদায় করে দিয়ে নেশনস লীগের সেমিফাইনালে ফ্রান্স। বিশ্বচ্যাম্পিয়নরা গ্রুপ পর্বে পাঁচ জয় ও ড্র করেছে এক ম্যাচে। দুই নম্বর গ্রুপে ইংল্যান্ডকে পেছনে ফেলে শেষ চারের টিকিট কাটে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর