× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মাধবপুরে মনোনয়নযুদ্ধে আওয়ামী লীগে ৯ বিএনপিতে ২ প্রার্থী

বাংলারজমিন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
৬ ডিসেম্বর ২০২০, রবিবার

আগামী ১৬ই জানুয়ারি দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের প্রবেশদ্বার  হবিগঞ্জ জেলার মাধবপুর  পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পরপরই প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা তৃণমূলে নাম অন্তর্ভুক্ত করতে চেষ্টা ও লবিং করছেন। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একাধিক মেয়র প্রার্থীর মধ্যে  মনোয়ন নিয়ে শুরু হয়ে গেছে লবিং। বিএনপি’র ২ জন প্রার্থী নীরব প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মনোনয়ন নিয়ে এর মধ্যেই নেতাকর্মীরা ২/৩ ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। তবে নেতাকর্মীরা জানান, দলীয়ভাবে যাকে মনোনয়ন দেয়া হবে শেষ পর্যায়ে সবাই ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করবে। মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে যাদের নাম  শোনা যাচ্ছে তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র শাহ্‌ মো. মুসলিম, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম টিটু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, আওয়ামী লীগ সদস্য পংকজ কুমার সাহা, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি, পৌর যুবলীগের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক  শাহনেওয়াজ শানু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শান্ত, প্রমুখ।
একঝাঁক প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ কাকে মনোয়ন দেবে- তা নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা। এদিকে মেয়র পদে বিএনপি’র ২ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে, তারা হলেন- পৌর বিএনপি’র সদস্য হাবিবুর রহমান মানিক ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু। এখন দেখার বিষয় মাঠের লড়াইয়ের আগে কে টিকেট লড়াইয়ে  বিজয় লাভ করে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর