× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে আবুল হোসেনের মৃত্যুতে হকার্স সমিতির শোকসভা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৬ ডিসেম্বর ২০২০, রবিবার

সিলেট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সভাপতি ও সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি মরহুম কমরেড আবুল হোসেনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতির পৌরবিপণিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতি লি.-এর সভাপতি মো. আব্দুস সালাম। হকার্স সমিতির সাধারণ সম্পাদক শাহ আলমের পরিচালনায় ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়ন নিউজ এজেন্সি (সিলেট)-এর স্বত্বাধিকারী সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সিকন্দর আলী, সাজু নিউজ এজেন্সির মালিক সিরাজুল ইসলাম খান, সংবাদপত্র হকার্স সমিতির সাবেক সভাপতি শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক কামাল মজুমদার, হকার্স সমিতির উপদেষ্টা আব্দুল মালেক, প্রবীণ সদস্য সৈয়দ দারা মিয়া, মফিজ দেওয়ান, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি রফিক দেওয়ান, সহ-সভাপতি মো. শাহজালাল, মরহুম আবুল হোসেনের ছোট ভাই আব্দুল মন্নান, সিলেট জেলা সংবাদপত্র হকার্স সমিতির সাধারণ সম্পাদক মাসুক গাজী, মহানগর সংবাদপত্র হকার্স সমিতির সহ-সভাপতি মামুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, কোষাধ্যক্ষ আবু সালেহ, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, সদস্য আব্দুল বাসিত। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পৌরবিপণি মার্কেট মসজিদের ইমাম মো. আবুল কালাম। শোকসভায় মরহুম আবুল হোসেনের কর্মের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, তিনি ছিলেন একাধারে একজন শ্রমিক নেতা ও সংবাদপত্র হকার্স সদস্যদের অভিভাবক। উনার মৃত্যুতে হকার্স সমিতি হারিয়েছেন তাদের একজন অতি আপনজন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। কমরেড আবুল হোসেন ১৯৬৩ সালের ১লা জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। কমরেড আবুল হোসেন পেশাগত জীবনে একজন সংবাদপত্র এজেন্সি ব্যবসায়ী ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর