× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল, ভালোলাগা ও আক্ষেপ

মত-মতান্তর

পিয়াস সরকার
১৬ ডিসেম্বর ২০২০, বুধবার

দেশের উত্তরের জেলা নীলফামারী। এই জেলার সীমান্ত ঘেষা ডোমার উপজেলার সীমান্তবর্তী স্থান চিলাহাটি। এই চিলাহাটি দিয়েই ৫৫ বছর আগে চলাচল করতো ভারত-পাকিস্তান ট্রেন।

২০০০ সালের পরেও দীর্ঘদিন ট্রেনের লাইনগুলো অক্ষুন্ন ছিলো। এরপর ধীরে ধীরে লাইনগুলো হারিয়ে যেতে থাকে। আগে এই পথে যাত্রী যাতায়াত হতো। এলাকার প্রবীণরা বলেন, পাড়ি দেবার সময় যাত্রীরা বিভিন্ন ফল বিতরণ করতেন লাইনের পাশের ছোট বাচ্চাদের।

চিলাহাটিতে তখন ভারত-পাকিস্তান ট্রেন চলাচল ছিলো। উন্নতির দিকে যাচ্ছিল নিভৃত এলাকাটি। কিন্তু ট্রেন বন্ধ হবার পরেই থেমে যেতে শুরু করে ব্যবসা।
নেমে আসে অভাব। এখনো বেশ অবহেলিত উত্তরের সীমান্ত ঘেষা এলাকাটি। বিদ্যুতের আলো যোগ হয়েছে কয়েকবছর আগে। কিছু এলাকা এখনো আলোবিহীন। সিংহভাগ মানুষের খাবারের লড়াইটা পাহাড়সম।

নতুন করে এই এলাকা দিয়ে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। এই নিয়ে এলাকার মানুষের আগ্রহের কমতি নেই। আশেপাশের জেলার লোকেরা আগামীকালের ট্রেন চলাচল উদ্বোধন দেখতে চিলাহাটিতে আত্মীয়ের বাড়িতে এসেছেন। সাজ সাজ রব বিরাজ করছে সেখানে। এলাকাবাসী দাবি করেন, মালবাহী ট্রেনের পাশাপাশি স্থলবন্দর হোক এখানে। তাদের আশা ফের উন্নতি হবে এলাকাটির।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নীলফামারি জেলার ডোমার উপজেলার চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেল রুটের উদ্বোধন করবেন বাংলাদেশেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের পরেই রচিত হবে ইতিহাস।

বিজয়ের ৪৯ বছরে দেশ। এই সময়ের তরুণ প্রজন্ম দেখেনি মুক্তিযুদ্ধ। তবে সচেতনরা নিশ্চয়ই ইতিহাস নিয়ে সজাগ। এই দেশ আমরা অহংকার। কদিন আগেই আমারা গর্ব করেছি পদ্মা সেতু নিয়ে। আছে আরো অনেক গর্বের বিষয়। আজ বাংলাদেশ মাথা উঁচু করে ক্রিকেট পাড়ায় দাঁড়িয়েছে, অবদান রাখছে বিশ্বে শান্তি রক্ষায়। নোবেল পুরস্কার পেয়েছি আমরা। এমন অনেক বিষয়ে আমাদের মাথা উঁচু হয়েছে।

তবে ঠিক মুদ্রার বিপরীত দিক আসে যখন দেখি, পত্রিকাজুড়ে ধর্ষণের খবর। হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে। আইনের রক্ষকরা অংশ নেন আইন পরিপন্থী কাজে। বিনা চিকিৎসায় হচ্ছে রোগীর মৃত্যু।

দেশটা আমাদের। রক্তিম সূর্যটা জ্বলজ্বল করছে গর্বের পতাকাটার মাঝে। এই রক্তের মান রাখতে হবে আমাদের। হাল ধরতে হবে তরুণ প্রজন্মের। আসুন এগিয়ে নিয়ে যাই বাংলাদেশকে। আজ স্বাধীন দেশটাকে তুলে ধরি বিশ্বের কাছে নতুন করে। বিশ্ব বলুক- সারা বিশ্বের বিস্ময়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর