× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আইসিসির বিচারে দশক সেরা ক্রিকেটার বিরাট কোহলি

ভারত

বিশেষ সংবাদদাতা
(৩ বছর আগে) ডিসেম্বর ২৯, ২০২০, মঙ্গলবার, ১০:৩৭ পূর্বাহ্ন

যতই তাঁর অস্ট্রেলিয়ায় দলকে ফেলে রেখে পিতৃত্বকালীন  ছুটিতে চলে যাওয়া নিয়ে সমালোচনা হোক।  আই সি সি তাদের দশকের সেরা ক্রিকেটার হিসেবে বেছে নিল বিরাট কোহলিকেই।  এই খেতাব পাওয়ার ব্যাপারে বিরাটের প্রতিদ্বন্দ্বী ছিলেন রবিচন্দ্রন অশ্বিন,  জো রুট,  কুমার সাঙ্গাকারা,  স্টিভ স্মিথ,  এ বি ডিভিলিয়ার্স এবং কেন উইলিয়ামস।  বিরাট এই দশকে তাঁর সত্তরটি আন্তর্জাতিক সেঞ্চুরির মধ্যে ছেষট্টিটিই করেছেন।  গত দশ বছরে তিনি চুরানব্বইটি অর্ধশত রান করেছেন।  দশবছরে আন্তর্জাতিক ম্যাচে তাঁর রানসংখ্যা  কুড়িহাজার তিনশো ছিয়ানব্বই।  টেস্টে মোট রান সাতহাজার তিনশো আঠারো,  ওয়ান ডেতে বারোহাজার চল্লিশ এবং টি টোয়েন্টিতে  দুহাজার নশো আটাশ।  এই মাইলস্টোনগুলিই বিরাট কোহলিকে এই দুর্লভ সম্মান এনে দিল।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর