ভারত

বর্ষবরণের প্রারম্ভে নরেন্দ্র মোদির ঘোষণা, ভারতীয় কোভিড ভ্যাকসিন জানুয়ারিতেই

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২০২০-১২-৩১

বর্ষশেষের রাতে,  বর্ষবরণের প্রারম্ভে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণায় খুশির কলতান ভারতীয়দের মধ্যে।  মোদি এদিন রাজকোটে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সেসের  শিলান্যাস করে বলেন,  ভারতীয়দের জন্য সম্পূর্ণ ভারতীয় কোভিড  ভ্যাকসিন আসছে এই জানুয়ারিতেই।  তিনি জানান,  অক্সফোর্ড -  অ্যাস্ট্রাজেনেকার   কোভিশিল্ড নিয়ে আসছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।   ভারত বায়োটেক আনছে কোভ্যাকসিন।  প্রধানমন্ত্রী বলেন,  রোগের প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত রোগকে জয় করা যায় না।   এবার  ভারতীয়রা  এই মারণ রোগকে জয় করবেন।   দু'হাজার বিশ যে বিষ  ছিল তা  স্মরণ করিয়ে মোদি বলেন,  একটি ভাইরাস ভারতীয় জনজীবনকে স্তব্ধ করে দিয়েছিল।  এবার তা থেকে মুক্ত হবে ভারত।   উল্লেখ্য,  ভারতীয় উৎপাদনগুলো  ড্রাগ কন্ট্রোলারের অনুমোদনের জন্য যাবে জানুয়ারির প্রথম সপ্তাহেই।  তারপর  তা আসবে খোলা বাজারে।              
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status