ভারত

কোভিশিল্ড'র পর কোভ্যাক্সিনকেও সবুজ সংকেত দিল বিশেষজ্ঞ কমিটি

বিশেষ সংবাদদাতা,কলকাতা

২০২১-০১-০২

সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ডকে ছাড়পত্র দেয়ার একদিন পরেই ভারত সরকারের বিশেষজ্ঞ কমিটি ভারত বায়োটেক এর কোভ্যাক্সিনকেও ছাড়পত্র দিলো। শনিবার সন্ধ্যায় এ ঘোষণা দিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছে,  কেবলমাত্র জরুরি প্রয়োজনেই কোভ্যাক্সিন ব্যবহার করা যাবে। ইতিমধ্যে সারা দেশে শনিবার ভ্যাকসিনের ড্রাই রান হলো। কলকাতাও এই ড্রাই রান থেকে বাদ যায়নি। মধ্যমগ্রাম, আমডাঙ্গা ও বারাসতের তিনটি কেন্দ্রে ড্রাই রান হয়।  কেন্দ্রীয় সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, মকর সংক্রান্তির আগে ভ্যাকসিন চলে আসবে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক,  নার্স,  পুলিশের জন্য। জরুরি ভিত্তিতে কোভ্যাক্সিন দেয়া হবে যাদের প্রবল মর্বিডিটি আছে তাদের।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status