× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

১৫ বছর পর রোজিনা...

বিনোদন

স্টাফ রিপোর্টার
১২ জানুয়ারি ২০২১, মঙ্গলবার

গেল বছরের শেষ দিন যুক্তরাজ্য থেকে দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। তার চলচ্চিত্রের প্রি-প্রডাকশনের কাজ নিয়েই এখন সব ব্যস্ততা। প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করছেন জনপ্রিয় এই অভিনেত্রী। সরকারি অনুদানে ‘ফিরে দেখা’ শিরোনামের চলচ্চিত্রটিতে নির্মাণের পাশাপাশি অভিনয়ও করবেন তিনি। এরমধ্য দিয়ে পনের বছর পর চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। এটির প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। আগামী ১লা মার্চ থেকেই এই ছবির শুটিং শুরু করবেন জানান। তিনি বলেন, আগামী ১লা মার্চ থেকে আমার জন্মস্থান রাজবাড়ীতে শুরু হবে এ সিনেমার শুটিং।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবারের ঘটনা নিয়ে সিনেমার কাহিনী। তাই কুমড়াকাধি গ্রাম থেকেই সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা করছি। এই ছবিতে দুই প্রজন্মের তারকাদের মেলবন্ধন করছেন রোজিনা। এরমধ্যে কয়েকজন শিল্পী চূড়ান্ত করেছেন। তারমধ্যে উল্লেখযোগ্য হলো জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও মডেল-অভিনেতা নিরব। এর আগে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে জুটি বেঁধে রোজিনা উপহার দিয়েছেন ‘বংশধর’, ‘নসীব’, ‘রতন মালা’, ‘নিকাহ’, ‘সম্মান’সহ বেশকিছু ব্যবসা সফল চলচ্চিত্র। কাঞ্চনকে নিয়ে রোজিনা বলেন, শেষ কোন্‌ চলচ্চিত্রে আমরা দু’জন অভিনয় করেছি মনে নেই। তবে কয়েক বছর আগে টিভি নাটকে একসঙ্গে কাজ করেছি। আমার নির্দেশনায় টিভি নাটকেও তিনি অভিনয় করেছেন। আশা করছি চলচ্চিত্রেও তাকে নিয়ে ভালো করতে পারবো। এই ছবিটি নিয়ে রোজিনা দারুণ আশাবাদী। সরকারি অনুদানের বাইরে নিজেও প্রযোজনা করবেন। প্রায় এক কোটি টাকা বাজেটে এই ছবি নির্মিত হবে। মুক্তিযুদ্ধের সময়কে সঠিকভাবে পর্দায় তুলে ধরতে চান বলে জানান। তার ভাষ্য, অনেক প্রত্যাশা নিয়ে সিনেমাটি করছি। নিজের প্রথম পরিচালিত সিনেমার জন্য মুক্তিযুদ্ধকেই প্রেক্ষাপট হিসেবে বেছে নিলাম। বেশ চমৎকার একটি চিত্রনাট্য হাতে রয়েছে। আশা করছি দর্শকরা উপভোগ করবেন এমন একটি সিনেমা উপহার দিতে পারবো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর