কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২১, মঙ্গলবার
কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বড়হর গ্রামের ইমরানের সাত মাসের শিশু আফিয়া আক্তার মিমকে কান এবং যৌনাঙ্গে এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বিকালে পারিবারিক শত্রুতার জেরে এই ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে থানা পুলিশ অভিযুক্ত প্রতিবেশী শামসুন্নাহারকে আটক করেছে। জানা যায়, বড়হর গ্রামের ইমরানের ৭ মাসের শিশু আফিয়া আক্তার মিমকে তাদের পার্শ্ববর্তী মঞ্জুর স্ত্রী শামসুন্নাহার আদর করার নাম করে অন্য একটি বাড়ির ঘরে নিয়ে তার কানে এবং যৌনাঙ্গে এসিড ঢেলে দেয়। পরে তার মা এবং অন্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে ঢাকায় প্রেরণ করে। মঙ্গলবার সকালে মেয়ের মা সাবিনা আক্তার কাপাসিয়ায় থানায় এসে অভিযোগ দায়ের করলে অভিযুক্ত শামসুন্নাহারকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ আমি ঘটনাস্থলে যাই এবং বাদীর অভিযোগ অনুযায়ী শামসুন্নাহারকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।