If you cannot take proper care of your children why bring them in the world the first time. This is true. The parents have to know what kids are up to. There should not be any question about it. A girl died through an assault, it is rape. Suggesting it that it might be a result of fantasy is just nonsense.
Thank you Doctor for your analytical comments. We must be aware of our “Personal Limitations”
so excellent writing
I think the writer can not distinguish in between rape and normal sex. Can he show any single case any girl died when normal sex. If so happens thousands of girls or wife would die. Here definitely it's a predetermined murder. It look's the guy did not show a minimum sympathy or love with the girl, When the guy looks any blood or the girl getting pain or feeling bad he should stop at that stage but he didn't. So, the guy should be punished as per law.
সুন্দর কথা।তবে ধর্মিয় অনুশাসন মেনে চলা দরকার।ধর্ষিতার ছবি না ছাপানো ভালো। ধর্ষকের বাবা মা যে ভাবে জোর দিয়ে ছেলের পক্ষে সাফাই গাইছে টা ঠিকনা।
দয়া করে হতভাগ্য নিহত মেয়েটার চরিত্র হনন করবেন না।
Excellent Writing. Selut Boss.
যথেষ্ট ঠিক বলেছেন, আমরা অনিবার্য কারনে রাজা পছন্দ করিনা কিন্তু সবাই রাজা হতেই চাই। শাহেনশাহরা আমাদেরই সৃষ্টি। আমাদের রাষ্ট্র কাঠামো রাজা-শাহেনশাহ উপযোগি, প্রজারা মূখ্য নই। এভাবেই চলছে, চলবেও!
স্যার আপনার প্রত্যেকটি কথায় যুক্তি আছে।আমাদের মধ্যে এখন আকাশ সংস্কৃতির প্রভাব পড়ছে। যার চক্করে পড়ে কত শত ছেলে -মেয়ে যে নষ্ট হচ্ছে একমাএ আল্লাহ যানে।এই সমস্যা থেকে রেহাই পেতে হলে আপনার মতো সচেতন মানুষের প্রয়োজন।
অনুশকা হত্যাকাণ্ড জঘন্য ও পরিকল্পিত হত্যাকান্ড। যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমুলক শাস্তির জন্য সমাজের সকলকে সোচ্চার হতে হবে।
Very Nice for your Advice Allah Bless U.
Eyta 100% dorshon . Konu meyer samner part fatanur por bolbe na , Amar pasha fatiye blood bahir kore daw. Ekjoner 1 hathe chori marle bolbe na , Amar arek hathe chori mere blood. bahir koro . Ekjoner 1paaye guli korle bolbe na , Amar arek paaye guli koro. Jara mone kore eyta rape na , trader common sense nai . Husband , wifer mordhe o rape hoy .
স্যার আপনাকে ধন্যবাদ। আপনার মেসেজটি যথেষ্ট ম্যাটেরিয়াল। আমিও সন্তানের বাবা।আমার সোনা-মণিদের ভবিষ্যৎ নিয়ে আমি ভীষণ চিন্তিত। মহারাজা সন্তান জন্মদানের যে শর্তারোপ করেছেন তা রীতিমতো লজ্জাষ্কর। আনুশকা এবং দিহানের পেছনের গল্পটা একটু বলবেন প্লীজ।
I was young, grown up and now I am Old. The phases of age i passed thru and understood the curiosity. We need to have some sort of education of safety and ethics to teach to our young people and stop the promote all the western way of life. I am saddened to the deep of my heart for Anushka and her family. May God bless my country and the people.
ডা: আলী জাহান আপনার কথায় যুক্তি আছে । আমাদের সমাজকে অবশ্যই এই ব‍্যাপারে ভাবতে হবে বা উচিৎ । ধন্যবাদ
আপনার মতামত অনেক সুন্দর হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রকৃতপক্ষে আমাদের লাগামহিন স্বাধীনতায় আমাদেরকে এতদুর নিয়ে এসেছে। অনতিবিলম্বে এইগুলো বন্ধ করা জরুরী। না হলে আমাদের ভবিষ্যৎ প্রযন্ম কি শিখবে? কোন দিকে যাবে, তা স্পষ্ট। কি করবেন বলেন, এই সব বাস্তব কথাগুলো তুলে ধরতে গেলে, অন্যায়ের প্রতিবাদ করতে গেলেও আপনার বিপক্ষে বড় একটি দল তৈরি হয়ে যাবে। যারা আপনাকেই দোষী বলে আখ্যায়িত করবে। কিছুই করার নাই আমাদের। বর্তমানে ইউটুব চ্যানেল আমাদেরকে আরো একধাপ এগিয়ে নিয়েগেছে। টাকার জন্য আমরা কতটুকু নিচে নামতে পারি, তা ইউটুব অপেন করলেই বুঝতে পার। আমার মতে এইসব সমস্যাগুলোর অতিদ্রুত সমাধান হওয়া জরুরী।
আমার মন্তব্যটার অনুমোদন দিলেন না? না দেওয়ার কারনটা জানালে খুশি হতাম।
আমার দেশের সাধারন মানুষও এই কথা গুলো জানেন ও বুঝেন। কিন্তু কর্তা ব্যক্তিরা কিছুই জানেন না। উপরের থেকে আরো উপরের ব্যক্তিরা মুখে ললিপপ দিয়ে আছেন। তারা জানেনা, বুঝেননা। আপনি ওদের ফাটা কান পর্যন্ত পৌঁছান। (ধর্ষককে স্টেডিয়ামে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে দেয়ার দাবি ড. সৈয়দ আনোয়ার হোসেনের। >>https://mzamin.com/article.php?mzamin=258049&cat=21) জানিনা সৈয়দ আনোয়ার স্যারের কথাটি কখন বাস্তবে দেখতে পাবো। উপরে ক্ষমতায় গেলে হয়ত এই কথার সাথে আপনিও নিজেও দ্বিমত হবেন, বা আপনার এই আলোচনার সাথেও নিজেই সাংঘর্ষিক কথা বলবেন।
এটা বাংলাদেশ। খেলা নিজেই খেলে আর রেফারিও নিজেই থাকে।
রাইট
রাইট স্যার আপনাকে ধন্যবাদ সত্ত কথা বলার জন্য
চোখ ভেজানো আপনার মর্ম স্পর্শী লেখার সাথে একমত পোষণ করছি । কারো নাম ঠিকানা উল্লেখ না করে বিটিভি'র কোনো জনপ্রিয়ও অনুষ্টানের মাধ্যমে সারাবিশ্বে এই লেখাটির ব্যাপক প্রচার কামনা করছি ।...............ফেরদৌস ।
কথা গুলো সত্যি অসাধারণ লাগছে।
সহমত।
আমরা নি:সন্দেহে বলতে পারি মিডিয়াগুলো নোংরামি ছড়াবার জন্য অনেকখানি দায়ী। কোন সেলিব্রেটির বিয়ের আগে বাচ্চা হলো, কোন সেলিব্রেটি লিভ টুগেদার করছেন-এসব সংবাদকে স্বাভাবিক সংবাদ হিসেবে উপস্থাপন করা হয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে। সিনেমায় নোংরামির জন্য দোষ দেয়া হয় ময়ুরী আর মুনমুনকে। সুশীল সমাজ কর্তৃক সমাদৃত 'ব্যাচেলর' আর 'থার্ড পার্টি সিংগুলার নাম্বার' সিনেমা থেকে বাঙালী কী শিখেছে? অনৈতকতা ছাড়া আর কিছুই নয়।
আপনার লিখাটি পড়ে যদি, জাতির কর্তা ব্যক্তিদের একটু বোধদয় হয়, আর সাথে সাথে মিডিয়া যদি আরো সচেতন হয়, তবেই আপনার এ লেখা সার্থক হবে। আপনার মঙ্গোল কামনা করছি।
স্যার আপনার প্রতি সম্মান রেখেই বলছি এবং আপনার কথাকে সমর্থন করছি তবে যদি মিডিয়ায় ব্রিফিং দেওয়া না হতো তাহলে বলা হতো এই ঘটনা আওয়ামী লীগ বা প্রশাসন করেছে সেজন্য বাইরের কাউকে কিছু জানতে দেওয়া হচ্ছেনা। যেমন কুর্মিটোলায় ঢাবি ছাত্রী ধর্ষনের আলামত মিডিয়ায় দেখানোর পরও এক শ্রেণীর লোক মজনুকে ধর্ষক মানতে নারাজ। এই ঘটনায় দিহানের যদি মুখে দাড়ি থাকতো তাহলে সে হয়ে যেতো জামাত শিবির আর ছাত্রলীগ হলে তো দেশ তোলপাড় হয়ে যেতো।
আমাদের মনূষ্য সমাজ থেকে দিন দিন মনূষ্যতা হারিয়ে যাচ্ছে যার ফলে এইরুপ ঘটনা বৃদ্ধি পেয়েছে.
রাইট স্যার আপনাকে ধন্যবাদ সত্ত কথা বলার জন্য
যদি আপনি বাংলাদেশে থেকে থাকেন কোনোদিনো তাহলেতো জানার কথা, এই জাতীয় ব্রিফিয় নতুন কিছুনা। তবে আমি এই বেলাতে এই ব্রিফিং এর জন্য খুশি, কারন বাংলাদেশে মেয়ে দের প্রতি মিডিয়া আইন সবাই বায়াসড। এইসব ব্রিফিং না হলে সন্তানের ঠিক গাইডেন্স দিতে ব্যারথ বাবা মা দেখা যেতো আরো তিনটা ছেলেকে খুনের মামলা তে ফাসিয়ে দিতো।
Perfect and ....................perfect
CORRECT REALIZATION
লেখাটির সারবত্তা যদি বুঝে থাকি তা হলো ঘটনা দৈব দূর্বিপাকে ঘটে যাওয়া দু'টি ছেলে মেয়ের বয়সের উদগ্র কামনা মেটানোর মত একটা গোপনীয় ব্যপার-যা তারা সিনেমা নাটক দেখে অনুশীলন করতে যেয়ে থাকবে। তবে এর দ্বারা প্রানহানী ঘটানোই যত বিপত্তি। সরল সমীকরনে বিবৃত করলেন মনোচিকিৎসক ও প্রাক্তন পুলিশ কর্মকতা। মিডিয়া এবং সংবেদনশীল পাঠকগন ঘটনাটি তাঁর মত করে দেখবেন এটা যেমন ঠিক নয় তেমনি অসংযত বিলাসী জীবনে অভ্যস্হ ধনীর দুলালের বেপরোয়া হয়ে উঠার পেছনে পিতামাতার ব্যর্থতা না বিবৃত করা ঠিক হয় কিভাবে। পিতামাতার দায়িত্বহীনতা দুই জনের বেলায় প্রযোজ্য। ধর্ষনতো সংস্কৃতি নয় এটা ব্যাধি। ব্যাধিই সংক্রামিত হয়। সন্তানের দেখাশুনায় পরিবারগুলির প্রস্তুতি শ্রেনিকক্ষে পাঠদানের মত রুটিন ব্যপার নয়। এটা আমানতদারি।নিরন্তর প্রক্রিয়া। উভয়ের মধ্যে একটা অভাব ছিল।সে অভাবের বিষয়টা নৈতিক শিক্ষায় পুষ্ট হলে জীবনগুলি রক্ষা পেত।
কথা গুলো খুবই যুক্তসংগত,,
চমৎকার লিখেছেন স্যার, তবে একটু যদি তাদের নিয়েও কিছু লিখতেন, যারা আমাদের সমাজে ধর্ষণ প্রমোট করে চলেছেন, বিয়ে না করে লিভিং রিলেশনের সংস্কৃতি প্রমোট করে চলেছেন। যারা ঐতিহ্য ও সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে সমাজকে দুষিত করে চলেছেন। ধর্মীয় বাধা নাই বা লিখলাম। ধন্যবাদ স্যার।
excellent and brave writing
বাংলাদেশে যে কি পরিমাণ ***আছে তা ফেসবুক না থাকলে বুঝতে পারতাম না। অনেক সুন্দর বিশ্লেষণ করেছেন, কিছু মিডিয়া এমন অসভ্য শিরোনাম করেছে বিষয়ে করে Rtv যা open করতে ও লজ্জা লাগছে।
চমতকার বলেছেন, সুন্দর বিশ্লেশণ...
'যদি আপনাদের রাগ প্রকাশ করতেই হয় তাহলে যে বা যারা এ ধরনের কাজকে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে প্রমোট করছেন তাদেরকে জবাবদিহিতার অধীনে নিয়ে আসুন।' Well said
সাইমন
২০ জানুয়ারি ২০২১, বুধবার, ৯:২৫বাংলাদেশ থেকে সকল পর্ণোগ্রাফি ওয়েব সাইট গুলো দ্রুত বন্ধ করে দেওয়া হোক। বিদেশি পর্ণোগ্রাফি ওয়েব চ্যানেলের প্রতি আকৃষ্ট হয়ে যুব সমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে। দ্রুত পর্ণোগ্রাফি ওয়েব সাইট গুলো বন্ধ করতে হবে।